ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র ফেরাতে পুজোর আগে গীতা দান গৃহবধূ শিপ্রাণী দেবনাথের
সামাজিক অবক্ষয় রুখতে এবং ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক চরিত্র ফেরাতে এক অনন্য উদাহরণ তৈরি করলেন নিউটাউনের বাসিন্দা শিপ্রাণী দেবনাথ।
সম্প্রতি তিনি প্রায় ৭০০-৮০০ ছাত্র-ছাত্রীর হাতে পড়াশোনার খাতা, পেন-পেন্সিল এবং গীতা পুস্তক তুলে দেন।
শুধু তাই নয়, তিনি একটি ক্যান্সার সচেতনতা ও রক্তদান শিবিরের আয়োজন করেন যেখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
এছাড়াও প্রায় ১০-১২ জন শ্রমিকের হাতে তিনি সাইকেল তুলে দেন। আয়োজন করা হয় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পও, যেখানে প্রায় ৮০ থেকে ১০০টি পরিবার চিকিৎসা পরিষেবা পান।
সমাজের মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার প্রয়াস করেন তিনি।
শুধু উৎসব উপলক্ষেই নয়, সারা বছরই শিপ্রাণী দেবনাথ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। অর্থাভাবে কেউ চিকিৎসা করাতে না পারলে বা বাইরে চিকিৎসার জন্য যেতে না পারলে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সহায়তা করেন।
একজন সাধারণ গৃহবধূ হয়েও সমাজসেবার ক্ষেত্রে তিনি হয়ে উঠেছেন এক অনন্য প্রেরণা। তিনি বলেন, তার এই উদ্যোগ আগামী প্রজন্মকে মানবতার পথে এগিয়ে নিয়ে যাবে।
PIC SANTANU DOLUI
MOBILE NO 7499910422
Comments
Post a Comment