প্রেস ক্লাব, কলকাতা ও সিনি যৌথভাবে আয়োজন করল শিশু সুরক্ষায় মিডিয়া সচেতনতামূলক কর্মশালা
কলকাতা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫: চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (CINI) ও কলকাতা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে “শিশু সুরক্ষায় মিডিয়া সচেতনতা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হলো প্রেস ক্লাব প্রাঙ্গণে। কর্মশালার উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমকে শিশু সুরক্ষা বিষয়ে সচেতন করা, নৈতিক সাংবাদিকতার ওপর জোর দেওয়া এবং শিশুদের অধিকার রক্ষায় সম্মিলিত দায়িত্ববোধকে শক্তিশালী করা। এই উদ্যোগে সমাজে শিশুদের অধিকার সুরক্ষায় সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরা হয়।
মূলধারার সংবাদপত্র, ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও সামাজিক মাধ্যমে সক্রিয় প্রভাবশালীরা এই কর্মশালায় যোগ দেন। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি ড. স্নেহাশিস সুর সংবাদমাধ্যমের করণীয় ও বর্জনীয় বিষয়গুলি ব্যাখ্যা করেন। সিনির সিইও ড. ইন্দ্রাণী ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত আই.এ.এস ও সিনি গভর্নিং বডির সদস্য ড. নীলাঞ্জনা দত্তগুপ্ত, প্রেস ক্লাবের সম্পাদক শ্রী কিংশুক প্রামাণিক, বিভিন্ন অধ্যাপক, নিউজ এডিটর এবং শিশু অধিকার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনির প্রতিষ্ঠাতা পরিচালক ড. সমীর নারায়ণ চৌধুরী বলেন, “পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিনি শিশুদের সুরক্ষা ও অসহায় পরিবারগুলিকে ক্ষমতায়নের কাজ করে আসছে। সংবাদমাধ্যমের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ তাদের মাধ্যমেই বহু অশ্রুত কণ্ঠস্বর বৃহত্তর সমাজে পৌঁছাতে পারে। এই কর্মশালা আমাদের অঙ্গীকারকে পুনরায় দৃঢ় করল—শিশু সুরক্ষা শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি সমাজের প্রত্যেকের সম্মিলিত কর্তব্য।” কর্মশালার শেষে আলোচনায় এ বিষয়টি পুনরায় জোর দেওয়া হয় যে, শিশু সুরক্ষা একেবারেই একটি যৌথ সামাজিক দায়বদ্ধতা।
এই বিশেষ দিনে সিনি প্রকাশ করল একটি বিশেষ গ্রন্থ ‘আকাশ ছোঁয়া মাটির গল্পের সংগ্রহ’, যা প্রকাশ করেছে বিরাসত আর্ট পাবলিকেশন। বইটিতে সিনির পঞ্চাশ বছরের পথচলায় শিশু, পরিবার ও সম্প্রদায়ের ক্ষমতায়নের অনুপ্রেরণামূলক কাহিনিগুলি স্থান পেয়েছে। প্রতিটি গল্প অসহায় মানুষের অদম্য সাহসের পরিচয় দেয় এবং প্রমাণ করে কীভাবে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও শিশু সুরক্ষায় ধারাবাহিক হস্তক্ষেপ জীবনে পরিবর্তন আনতে পারে। এই গ্রন্থ শুধু সাধারণ মানুষের অসাধারণ কাহিনি তুলে ধরে না, বরং আগামী প্রজন্মের জন্য হয়ে উঠবে এক অনুপ্রেরণার ভান্ডার।
PIC SANTANU DOLUI
MOBILE NO 7499910422
Comments
Post a Comment