ফ্যাশন দুনিয়ায় র্যাম্পে ডেবিউ অভিনেত্রী রায়তীর, নেপথ্যে টলিউডের ডিজাইনার ইরানী মিত্র.
সম্প্রতি প্রগতি বাংলা আয়োজিত ইন্টারন্যাশনাল কলকাতা ফ্যাশান উইক অনুষ্ঠিত হল ফ্যাশন টিভি কলকাতার স্টুডিও তে।
প্রগতি বাংলার পক্ষ থেকে টলিউডের জনপ্রিয় ফ্যাশান ডিজাইনার কুটোরিয়ার শ্রীমতি ইরানী মিত্রের পোশাকের ব্র্যান্ড কে বিশেষ ভাবে আমন্ত্রণ ও সম্মাননা জ্ঞাপন করা হয় এদিনের অনুষ্ঠানে।
দেশ বিদেশের খ্যাতনামা পোশাক ডিজাইনার দের উপস্থিতির মধ্যেও ইরানী মিত্র ব্র্যান্ডের ডিজাইন করা ইন্দো ওয়েস্টার্ন পোশাকে মডেল দের র্যাম্প ওয়াক ফ্যাশান শো তে উপস্থিত অতিথি থেকে শুরু করে ফ্যাশান জার্নালিস্ট সবার নজর কাড়ে।ইরানী মিত্র ব্র্যান্ডের পক্ষ থেকে শো স্টপার হিসাবে ছিলেন মডেল স্নিগ্ধা সাহা ও মহুয়া রায় দাস, মেক আপ এ ছিলেন টুম্পা মাইতি,পাশাপাশি ইরানী মিত্র ব্র্যান্ডের অতিথি শো স্টপার হিসাবে জনপ্রিয় গীতিকার তথা ইরানী মিত্রের মডেল দিব্যদ্যুতি এবং ফিল্ম টেলিভিশন,ওটিটি ও থিয়েটারের পরিচিত মুখ তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রায়তী ভট্টাচার্য্যের উজ্জ্বল উপস্থিতি শীতের সন্ধ্যায় আয়োজিত র্যাম্প সিকোয়েন্সে আলাদা মাত্রা এনে দেয়। অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত অভিনেত্রী রায়তী এবার র্যাম্পে ডেবিউটান্ট শো স্টপার হিসাবে প্রতিভার স্বাক্ষর রাখলেন এবং আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করলেন শ্রীমতি ইরানী মিত্র কে।
তাঁর ডিজাইন করা পোশাকে অভিনেত্রী রায়তী পাপারাজ্জি দের বিশেষ নজর কাড়েন। তাকে এদিন প্রগতি বাংলার পক্ষ থেকে অভিনয় দক্ষতার জন্য বিশেষ আওয়ার্ড দেওয়া হয়,আগামী দিনেও অভিনয়ের পাশাপাশি ফ্যাশান দুনিয়ায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেন রায়তী।
Comments
Post a Comment