মুক্তি পেতে চলেছে "প্রশ্ন " ছবিটি
কলকাতা : প্রশ্ন ছবিটির মূল গল্প - আমাদের সমাজে ঘটে যাওয়া ধর্ষণ, ওষুদের কালোবাজারি ৭৬ বছরের অমৃত কালেও ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অরুণা সংবাদ,নির্ভয়া, হাত্রাস, সহ রিসেন্ট ঘটে যাওয়া ধর্ষণ ইনসিডেন্ট, জাল মেডিসিন এ ভরে যাওয়া দুর্নীতি, এসবের উপরে সমাজ কে সচেতন করার মূল কাহিনী প্রশ্ন সমাজের কাছে কবে মানুষ নিজেদের পরিবর্তন করবে এই ধর্ষণ নামক সামাজিক রোগ কে নির্মূল করে সুস্থ মানসিকতা তৈরি করবে।
ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাজ ভৌমিক, রাজেশ শর্মা, কৃষ্ণেন্দু চ্যাটার্জী, অগ্নিপর্ণা, অভিরূপ, সুমন ব্যানার্জী, পাপিয়া অধিকারী, মৌবনী সরকার সহ আরো অনেকে।
পরিচালক মিলন ভৌমিক , প্রযোজনায় কে. এস. এম ফিল্ম কম্বাইন এবং
নিবেদনে ড. ময়ূখ ভট্টাচার্য।
শিগ্রই সমগ্র বাংলা জুড়ে মুক্তি পাচ্ছে "প্রশ্ন "ছবিটি।
Comments
Post a Comment