সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষদের উন্নয়নের বদ্ধপরিকর "সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্ট"


১৯ শে এপ্রিল ২০২৫ শনিবার দুপুরে  গ্রাম-পায়া মেদিনীপুর পোস্ট অফিস- পায়া মেদিনীপুর :: পোস্ট অফিস- দীঘা :: জেলা-পূর্ব মেদিনীপুরে একটি সমাজকল্যাণ কাজে যোগদান করে হতদরিদ্র মানুষের নৃত্য প্রয়োজন বস্ত্রাদি ও শিক্ষা প্রয়োজনে জিনিসপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

যেমন, এই অনুষ্ঠানে কম্বল, মশারি এবং শিক্ষামূলক উপকরণ বিতরণ করা হয়েছে।  সম্মানিত করা হয় মোনাজ কুমার ঘোড়াই ( প্রেসিডেন্ট ) ,  সঙ্গীতা চ্যাটার্জী ,নীলাঞ্জন দাস ( উকিল ) , বিজয় ঘোড়াই সমন্বয় "সেবা উদ্যোগ ট্রাস্ট" দীর্ঘদিন ধরে মানুষের জন্য করে চলেছে নিঃস্বার্থভাবে । 

সমাজে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের পথে চালিত করতে এই ট্রাস্ট সর্বদাই কাজ করে চলেছে।

আগামী দিনে উনাদের কর্মসূচি রয়েছে পিছিয়ে পড়া মানুষদের ডেইলি রোজকারের ব্যবস্থা করে দেওয়া গ্রামে গ্রামে এবং শিক্ষার নতুন পদ্ধতি অনুসরণ করানো।
PIC.   SANTANU DOLUI 
 MOB NO----7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন