সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষদের উন্নয়নের বদ্ধপরিকর "সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্ট"
১৯ শে এপ্রিল ২০২৫ শনিবার দুপুরে গ্রাম-পায়া মেদিনীপুর পোস্ট অফিস- পায়া মেদিনীপুর :: পোস্ট অফিস- দীঘা :: জেলা-পূর্ব মেদিনীপুরে একটি সমাজকল্যাণ কাজে যোগদান করে হতদরিদ্র মানুষের নৃত্য প্রয়োজন বস্ত্রাদি ও শিক্ষা প্রয়োজনে জিনিসপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
যেমন, এই অনুষ্ঠানে কম্বল, মশারি এবং শিক্ষামূলক উপকরণ বিতরণ করা হয়েছে। সম্মানিত করা হয় মোনাজ কুমার ঘোড়াই ( প্রেসিডেন্ট ) , সঙ্গীতা চ্যাটার্জী ,নীলাঞ্জন দাস ( উকিল ) , বিজয় ঘোড়াই সমন্বয় "সেবা উদ্যোগ ট্রাস্ট" দীর্ঘদিন ধরে মানুষের জন্য করে চলেছে নিঃস্বার্থভাবে ।
আগামী দিনে উনাদের কর্মসূচি রয়েছে পিছিয়ে পড়া মানুষদের ডেইলি রোজকারের ব্যবস্থা করে দেওয়া গ্রামে গ্রামে এবং শিক্ষার নতুন পদ্ধতি অনুসরণ করানো।
PIC. SANTANU DOLUI
MOB NO----7499910422
Comments
Post a Comment