*সমাজ উন্নয়ন কাজের স্বীকৃতি Visionary Indians Award' 25 মলয় পীটকে*
তিনি বিশ্বাস করেন—সংবাদ শুধু তথ্য নয়, হতে পারে পরিবর্তনের হাতিয়ার। সেই বিশ্বাসকে সঙ্গী করেই দীর্ঘদিন ধরে মাঠে-ময়দানে কাজ করছেন মলয় পীট। আর সেই কাজেরই স্বীকৃতি মিলছে এ বার জাতীয় স্তরে।
সম্প্রতি নতুন দিল্লির প্রসার ভারতী কেন্দ্রে ‘Visionary Indians Award ২০২৫’-এ সম্মানিত করা হল ‘পজিটিভ বার্তা’র প্রতিষ্ঠাতা ও সিইও মলয় পীটকে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে তাঁর জীবনীগ্রন্থও, যা দীর্ঘদিনের গবেষণার ফসল।
গ্রামীণ উন্নয়ন, মহিলাদের উদ্যোগপনা, ডিজিটাল ক্ষমতায়ন এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের লক্ষ্যে যে কাজ তিনি করে চলেছেন—তাতেই মুগ্ধ দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মানুষেরা। সেই কাজ এবার নজরে এল কেন্দ্রীয় স্তরেও।
এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজক প্রখ্যাত সংস্থা ‘গোল্ডেন স্প্যারো’। পৃষ্ঠপোষকতায় ভারতের সর্ববৃহৎ সরকারি সম্প্রচার সংস্থা ‘প্রসার ভারতী’। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গোল্ডেন স্প্যারোর পক্ষে ড : তিলক তানোয়ার, পদ্মশ্রী ড:বি. কে. জৈন, ধ্যান যোগী ওম দাসজী, ডাঃ গুল্লু সূর্য প্রকাশ এবং ড: পুষ্পেন্দু প্রতাপ সিং
বলিউড অভিনেত্রী পুনম ধিলোন, যিনি সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন।
শুধু ব্যক্তি মলয় পীট নন, তাঁর সংগঠন ‘পজিটিভ বার্তা’ও অনুষ্ঠানে সহযোগী সংস্থা হিসেবে স্বীকৃতি অর্জন করল।
একাধিক সামাজিক প্রকল্পে তাঁর কাজ ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ইতি মধ্যে তিনি ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড’-এ নাম তুলেছিলেন। এ বার ‘Visionary Indians Award’-এ সম্মানিত হয়ে আরও এক পালক যোগ হল তাঁর কৃতিত্বের মু
‘PIC. SANTANU DOLUI
MOB NO ---7499910422
Comments
Post a Comment