*"ইমপ্রেসনাল ফটো"শোরুমের শুভ উদ্বোধন*
একটা ফটো একটা দলিল, এক একটা ইতিহাস । সেই ফটো তোলার জন্য এক জন ফটোগ্রাফারের চাই একটা ভাল ক্যামেরার। আর সেই ক্যামেরা এবং তার লেন্স এবং অন্যান্য সরঞ্জামের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের খোঁজ করতেই হয়। সেই রকম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল ২৭ জুন মধ্য কলকাতার পীঠস্থান ধর্মতলার লেনিন সরণির মেট্রো গলিতে ।
"ইমপ্রেসনাল ফটো " শো রুমে অত্যাধুনিক ক্যামেরা এবং সরঞ্জামের সঙ্গে ফটো অ্যালবাম, বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ফটোগ্রাফি সহ ফটোগ্রাফার সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন শোরুমের কর্ণধার মহম্মদ ইকবাল।
সুবিধার জন্য ক্যামেরা মেরামতও করা যাবে বলে জানিয়েছেন তিনি।
PIC. SANTANU DOLUI
MOBILE NO --7499910422
Comments
Post a Comment