*বাঙ্গালীদের শ্রাবণ মাস শুরু না হলেও অ বাঙ্গালীদের শ্রাবণ মাস পূর্ণিমা থেকে শুরু হয়ে যায়।*প্রতিবছরের মতন এবছরও বিশেষ ও সমাজসেবী রাম বালক,সিং শিব মন্দির উন্নয়ন কমিটি সভাপতি রামপালক সিং,বজ বজ কালিপুর জুট মিল সামনে দীর্ঘ ১০০ বছর পুরাতন শিব শিব মন্দিরে, আজ শ্রাবণ মাস উপলক্ষে বজবজের সরস্বতী নদীর ঘাট থেকে জল জল নিয়ে এসে কালীপুর নিউ সেন্টাল জুট মিলে মন্দিরের বাবার শিব ঠাকুরের মাথায় ঢালা হয়। এই প্রথা চলে আসছে প্রায় ১০০ বছর ধরে যদিও আজ সেই নিউ সেন্টাল জুট মিল বন্ধ হয়ে গেছে। কিন্তু যেহেতু মেন সেন্টাল জুট মিল এখানে চলাকালীন থাকতেন কয়েক হাজার বাঙালি শ্রমিক কিছু শ্রমিক এখনো পর্যন্ত এখানে রয়ে যায় সেই তাই এখনো পর্যন্ত বন্ধ হয়নি। সময়কালে বজ বজ কালিপুরবাসীরা ও বাঙালিদের মতেই শুক্রবার থেকেই শ্রাবণ মাস পালন করেন, উপস্থিত ছিলেন বজ বজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত ছিলেন বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান মোঃ মনসুর, ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাম বালক সিং, অন্যান্য অন্যান্য আধিকারিক এবং ভক্তবৃন্দ। প্রায় দুই হাজার মানুষ ঢল ছিল, আজ বাবার মাথায় জল ঢালার জন্য।
*বাঙ্গালীদের শ্রাবণ মাস শুরু না হলেও অ বাঙ্গালীদের শ্রাবণ মাস পূর্ণিমা থেকে শুরু হয়ে যায়।*
প্রতিবছরের মতন এবছরও বিশেষ ও সমাজসেবী রাম বালক,সিং শিব মন্দির উন্নয়ন কমিটি সভাপতি রামপালক সিং,বজ বজ কালিপুর জুট মিল সামনে দীর্ঘ ১০০ বছর পুরাতন শিব শিব মন্দিরে, আজ শ্রাবণ মাস উপলক্ষে বজবজের সরস্বতী নদীর ঘাট থেকে জল জল নিয়ে এসে কালীপুর নিউ সেন্টাল জুট মিলে মন্দিরের বাবার শিব ঠাকুরের মাথায় ঢালা হয়। এই প্রথা চলে আসছে প্রায় ১০০ বছর ধরে যদিও আজ সেই নিউ সেন্টাল জুট মিল বন্ধ হয়ে গেছে।
কিন্তু যেহেতু মেন সেন্টাল জুট মিল এখানে চলাকালীন থাকতেন কয়েক হাজার বাঙালি শ্রমিক কিছু শ্রমিক এখনো পর্যন্ত এখানে রয়ে যায় সেই তাই এখনো পর্যন্ত বন্ধ হয়নি।
উপস্থিত ছিলেন বজ বজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত ছিলেন বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান মোঃ মনসুর, ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাম বালক সিং, অন্যান্য অন্যান্য আধিকারিক এবং ভক্তবৃন্দ।
PIC SANTANU DOLUI
MOBILE NO ---7499910422
Comments
Post a Comment