*পুজোর শিরোপা লড়াইতে লড়তে জানে এই ইন্ডিয়ান ফেস্টিভ্যাল*

দেখতে দেখতে ২০ পেরিয়ে ২১_এ পা, তাও আবার সেরা পুজোর শিরোপা নিয়ে।
কি ভাবছেন এটা কি করে সম্ভব? আসলেই সম্ভব, যা সম্ভব করে দেখলো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ও দুর্গাঅনলাইন মিলে। 
প্রথমেই বলি দুর্গাপুজো এখন বিশ্বজনীন।প্রস্তুতি, উন্মাদনা সবটাই এখন যুগের সাথে সাথে পরিবর্তন হয়ে তুঙ্গে উঠেছে, বেড়েছে পুজো মণ্ডপে ভিড়, পরিবর্তন হয়েছে পুজো মন্ডপের ধরণ, হয়েছে সাবেকি থেকে থিম তা আমরা সকলেই জানি, দেখেছি। তবে এই পরিবর্তনের সাক্ষ্য হিসাবে রয়েছেন অনেকে, রয়েছে অনেক শারদ সম্মানও কিন্তু তাদের মধ্যে অন্যতম ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং দুর্গা অনলাইনের যৌথ উদ্যোগে আয়োজিত হওয়া "সেরা পুজোর" শিরোপা। যা শুরু হয়েছিলো ২০০৪-২০০৫ সালে আজ দেখতে দেখতে তা ২১ বছরে পা দিলো।
তবে শুধু কি তাই ২১ বছরে পা দিতেই তা আর বড়ো হয়ে উঠেছে যেমন একটি শিশু ছোটো থেকে ধীরে ধীরে বড় হয় ঠিক তেমনই।
আমরা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ও দুর্গা অনলাইনের কর্ণধার এবং তাদের টিম থেকে জানতে পারি যে তারা নিজের শিশু কিংবা সন্তানের মতো যত্ন নিয়ে বড় করে তুলেছে এই দল এবং এই শারদ সম্মানকে, তার ফলস্বরূপ আজ প্রতিটি ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের মুখে মুখে তাদের নাম। এছাড়াও আমরা জানতে পারি তারা এই কাজটি করেন শুধু মাত্র বাঙালির প্রাণের পুজোকে ভালোবেসে। এই ভালবাসার ফলস্বরুপ তাদের এই কর্মসূচি বিস্তার করেছে হুগলী জেলার মধ্যেও।
প্রতি বছরের ন্যায় এই বছর ও তারা তাদের "সেরা পুজোর" শিরোপা নিয়ে আসছে এবং প্রস্তুতি তুঙ্গে, বলা যেতেই পারে যুদ্ধকালীন পরিস্থিতি মানে জোরকদমে কাজ চলছে তাদের।
এবছর এই শিরোপার প্রধান পৃষ্ঠপোষক হলেন একটি বিদেশি মহিলা পোশাক কোম্পানি যার নাম "Ashley hills" . এছাড়াও সহ পৃষ্ঠপোষক হলেন "ARC INSULATION AND INSULATORS " ARC's Group এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন "Puzzle Effects" নামক একটি কোম্পানি।
আমরা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ও দুর্গা অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি তারা এই সকল কোম্পানীকে পাশে পাওয়াতে তারা খুশি এবং তাদের আত্মশক্তি বৃদ্ধি পেয়েছে বলেই জানান তারা।

২০০৪-২০০৫ সালে শুরু হয়েছিলো এই যাত্রা যা আসতে আসতে ২১ বছরে পা দিলো। আমরা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ও দুর্গা অনলাইনের কর্ণধার এবং তাদের টিম থেকে জানতে পেরেছি এই ২১ বছরের যাত্রা যে খুব সহজ ছিল তা নয়। গোড়ার দিকে তারা ছোটো সংগঠন ছিল সেখান থেকে 
বিজ্ঞাপন: Ashley hills present Indian festival "সেরা পুজো" ২০২৫ ashley hills a ethnic wear brand for women's, brand based on australia.
Website : https://ashleyhills.com/

Indian festival "সেরা পুজো" ২০২৫ co-presented by ARC Insulation & Insulators Limited. ARC’s GFRP rebars resist corrosion, stay strong, and won’t rust like steel—helping build structures that last longer with less upkeep. From power plants to warehouses and city projects, ARC’s solutions are trusted across India.
Website : https://share.google/xeNLbbxVrr2w01q2s

Indian festival " সেরা পুজো" ২০২৫ powered by Puzzle Effect by *Alakhananda Singh*
The emerging ethnic fashion brand enhances celebrations with handcrafted ensembles, blending Kolkata’s artistry with modern elegance, empowering women to embrace tradition in contemporary style.
Website : www.puzzleeffect.in

গত বছরের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল "সেরা পুজো" ২০২৪ কিছু জয়ী পুজো/ক্লাব তালিকা : সন্তোষ পুর লেক পল্লি, হাতিবাগান সর্বজনীন, কেন্দুয়া শান্তি সংঘ, নাকতলা উদয়ন সংঘ ইত্যাদি।
PIC  SANTANU DOLUI 
MOBILE NO        7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ