সল্টলেকের গোল্ডেন টিউলিপ হোটেলে দূর্গা পুজোয় শারদীয়ার মহাভোজ
সল্টলেকের সিটি সেন্টারের কাছে বিলাসবহুল হোটেল দি গোল্ডেন টিউলিপ। জেনারেল ম্যানেজার সুমন্ত মাইতি উপস্থিত সাংবাদিকদের জানালেন প্রতি বছরের মতো এবারের পুজোতেও আমরা পেট পুজোর ডালি সাজিয়েছি সব ধরনের অতিথিদের কথা মাথায় রেখে।
ছোট থেকে বয়স্ক, বাঙালি, অবাঙালি সব ধরনের অতিথিদের কথা ভেবে মাত্র ৮২৫/-টাকা থেকে ১১৭৫/- টাকায় থাকছে রাজকীয় পদ। মকটেল থেকে পেঁয়াজ পোস্তর বড়া। ডাল রায়বাহাদুর থেকে কচুরি, ভাজা মশলার আলুরদম পোলাও । শেষ পাতে মধুরেন সমাপয়েৎ। দ্বিতীয় তালিকায় আছে ৯২৫/- টাকার থালি।। তালিকায় যুক্ত হয়েছে মটর পনির, দুরকমের ডেজার্ট।
তৃতীয় তালিকায় যুক্ত হয়েছে নারকেল পোস্ত বড়া, দুটি এঁচোরের কাটলেট, ফুলের বড়া, মোচার চপ, ফুল কপির সিঙ্গাড়া, ছানার পুঁটলি পাতুরি।
PIC SANTANU DOLUI
MOBILE NO 7499910422
Comments
Post a Comment