পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ
বিশেষভাবে সক্ষম বা পথ শিশুরা আমাদের সমাজে এখনো নানাভাবে বঞ্চিত।
এইসব অবহেলিত শিশুর মুখে হাসি ফোটাতে এবং প্রতিবন্ধকতার অন্ধকার ভেদ করে বিশেষভাবে সক্ষম মানুষদের মধ্যে আশার আলো ছড়িয়ে দিতে এগিয়ে এল দি ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,ওয়েস্ট বেঙ্গল।
তাদের ৮১তম বার্ষিক সাংস্কৃতিক উৎসবে সমাজের পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী মানুষদের মুল স্রোতে ফিরিয়ে দিতে যারা কাজ করেন এরকম দুটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হল আর্থিক সাহায্য।
প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজিয়ন ও ক্লাবের মুখ্য পৃষ্ঠপোষক শ্রীমতী সুরভী ভর্মা গর্গ, আই আর এস, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। ক্লাবের পক্ষ থেকে সভাপতি ভিক্রান্ত পাল সিং, আই আর এস আর্থিক সাহায্য তুলে দেন দমদমের নিহারকনা রিহ্যাবিলিটেশন সেন্টারের অধিকর্তা কান্তা চক্রবর্তীর হাতে। যারা পথশিশুদের শিক্ষা ও পুনর্বাসনে নিরলস কাজ করছে।
এছাড়া আর্থিক সাহায্য প্রদান করা হয় কেষ্টপুর রবীন্দ্রপল্লী সংবেদনের অধিকর্তা সমীত সাহাকে। এই সংস্থাটি বিশেষ ভাবে সক্ষম শিশুদের জীবনে আলো জ্বালাতে কাজ করে চলেছে।
সুরভি ভর্মা গর্গ বলেন,এদিনের অনুষ্ঠান শুধু নিছক পুরস্কার নয়, বরং সমাজের প্রতি তাঁদের দীর্ঘ লড়াই ও মানবিকতার প্রতি নিবেদিত মননের এক গর্বিত স্বীকৃতি।
মানবিকতার এই উৎসবে ছিল বিনোদনের ছোঁয়াও। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় শিল্পী পলক মুচ্ছল ও পলাশ মুচ্ছল তাঁদের সুরের জাদুতে মঞ্চ মাতিয়ে তোলেন।
“সকলের পাশে, সকলের সাথে”এই মূল মন্ত্রেই ভর করে এগোচ্ছে দি ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব, ওয়েস্ট বেঙ্গল। শুধু বিনোদন নয়, সামাজিক দায়িত্বের বহিঃপ্রকাশই হলো এদিনের উৎসবের মুখ্য উদ্যেশ্য।
অবহেলিত শিশুর মুখে হাসি ফোটানো, প্রতিবন্ধকতার অন্ধকার ভেদ করে আশার আলো ছড়ানো এই সবই প্রমাণ করে যে প্রকৃত উৎসব তখনই সম্পূর্ণ হয়, যখন তা সমাজের প্রতিটা স্তরের মানুষের জন্যে কিছু করা যায়।
PIC SANTANU DOLUI
MOBILE NO 7499910422
Comments
Post a Comment