*বর্ধমান আইনক্সে "ঝড়" মুক্তি*
অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি "ঝড়" এন্টনি জেনের কাহিনী ও পরিচালনায় পি এস এন্টারটেইনমেন্টের ব্যানারে ।
বর্ধমান আইনক্স সিনেমা হলে উপচে পড়া ভিড়ে দর্শকদের প্রশংসিত মতামত বলে দেয় যে ছবিটি ভালোভাবেই সাফল্য লাভ করবে।
গানে গল্পে জমজমাট এই ছবির নবাগাতা অমৃতা ও বনির অসাধারণ জুটিতে উত্তরবঙ্গ ও কলকাতার বিভিন্ন মনোরম দৃশ্য ছবিটির অন্য় এক মাত্রা বাড়িয়েচ্ছে।
অমৃতার প্রথম অভিনীত বাংলা ছায়াছবি "ঝড়"।
বনি সেনগুপ্ত,সৌরভ দাস ,শান্তি লাল মুখোপাধ্যায় তুলিকা বসু, রজতাভ দত্ত অভিনীত এই ছবির গল্প আসলে এক নারী প্রাচারের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীর অসম নিরলস প্রচেষ্টার লড়াই।
যে লড়াইতে তাঁর পাশে এগিয়ে আসে গৃহ শিক্ষক বনি সেনগুপ্ত।
কালিম্পং লাভা দার্জিলিং সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের ছবির দৃশ্য গ্রহণ এবং কুনাল গাঁজা ওয়ালা ওর সমিধ মুখার্জির কন্ঠে গান বিশেষ আকর্ষণ।
এই ছবিতে গৃহ শিক্ষকের সামাজিক অবদান
এবং অমৃতা জীবনের "ঝড়" সামলে কিভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরল তা দেখার জন্য কলকাতা ও গ্রামাঞ্চলের প্রেক্ষাগৃহতে আসতেই হবে বিশেষ করে বর্ধমানের আইনক্স এ ।
PIC SANTANU DOLUI
MOBILE NO 7499910422
Comments
Post a Comment