টলিউডের তারকা মুখ অভিনেত্রী জয়ী সেন। বড়ো ব্র্যান্ডের মুখ হিসাবে কাজ করছেন জয়ী সেন।
টলিউডের তারকা মুখ অভিনেত্রী, মডেল জয়ী সেন। তার মডেলিং এ মুগ্ধ হয়েছে দর্শকরা। মডেলিং থেকে অভিনয়, ফটোশ্যুট সব জায়গায় জনপ্রিয়তা পেয়েছে অভিনেত্রী, মডেল জয়ী সেন। বলাইবাহুল্য তার অনুরাগীদের মন কাড়বে তার আগত সমস্ত কাজ।
সম্প্রতি বাঙালির সবচেয়ে বড়ো পুজো দুর্গাপূজাতে মিনু শাড়ির শ্যুটে দেখা গিয়েছে তাকে। তাছাড়া নামী বেশ কিছু ব্র্যান্ডের শ্যুটে তাকে দেখা গিয়েছে। নিজের গ্লুমিং ইন্সটিটিউট "JSS Institute of Finishing Touch" এ সুনামের সাথে কাজ করে চলেছেন তিনি। আগামী সপ্তাহে তার "ইন্ডিয়ান সিল্ক হাউস" এর মডেল হিসাবে শ্যুটিং শুরু করবেন। অন্যদিকে বেশকিছু জুয়েলারি এর মডেল হিসাবে কাজ করবেন। অন্যদিকে সম্প্রতি শহরে এক বড়ো সিনেমার প্রিমিয়ারে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে দেখা গিয়েছে তাকে। মডেলিং এর পাশাপাশি তার অভিনয়ে দর্শকদের কাছে অনেকটা ভালোবাসা পেয়েছেন এই অভিনেত্রী জয়ী সেন।
অভিনেত্রী, মডেল জয়ী সেন জানান "বর্তমানে ভালো প্রজেক্টে কাজ করতে চাই। ভালো চরিত্রে অভিনয় করতে চাই। যেখানে নিজের ভালো অভিনয় উপহার দিতে পারবো আমার অনুরাগীদের"।
PIC SANTANU DOLUI
MOBILE NO 74999910422
Comments
Post a Comment