*এই শরতে হাওড়া শরৎ সদনে শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়*
বাংলার গানের ডালি নিয়ে
সঙ্গীতানুষ্ঠান "আমার গানেই পাবে আমায়"।মিউজিক ফিভার আয়োজিত সুর তালে লয়ে রঙ্গমঞ্চ মাতালেন দুই শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় ও ঝুমকি সেন।
হাওড়া শরৎ সদন মঞ্চে গানের সুরে শ্রোতাদের মন ভরিয়ে দিলেনা দই শিল্পীই নতুন প্রজন্মের কাছে বাংলা গানে মনকে ছুয়ে দিলেন সংগীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় ।
নিজেরই কথা ও সুরে সঞ্জয় পরিবেশন করলেন
''দিনে দিন যায় চলে, রাতে রাত কেটে যায়', ' আমার হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে', 'আমার গানেই পাবে আমায়','শতক্ষত আড়াল করে আর কত হাসবি রে বল',
"'জ্বলন্ত চিতা দেখ জ্বলছে সীতা' এবং
'আজ যদি ফিরে ফিরে চাই' সহ বেশ কয়েকটি শ্রুতিমধুর গান শিল্পীকে যন্ত্র সঙ্গতে সহযোগিতা করলেন।
তবলায় মৃত্যুঞ্জয় পাঠক,
গীটারে সুখেন্দু দাস, কীবোর্ডে নবেন্দু চক্রবর্তী, অক্টাপ্যাডে অনিন্দিত চট্টোপাধ্যায়।
আবির সেনগুপ্তর সঞ্চালনায় অনুষ্ঠানটি অন্য মাত্রা যোগ করে।
PIC SANTANU DOLUI
MOBILE NO 7499910422
Comments
Post a Comment