*প্রায় চার দশক পর মহানগরীতে ফিরছে আন্তর্জাতিক গ্লাস কংগ্রেস*





কলকাতা, ১৫ জানুয়ারি ২০২৫: আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি তিলোত্তমা কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ২৬ তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ গ্লাস। কাঁচ বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক যাদবপুরের সেন্ট্রাল গ্লাস সেরামিক রিসার্চ সেন্টার। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি ও ভূবিজ্ঞান দপ্তরের প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং আই সি জি ২০২৫ উদ্বোধন করবেন। উল্লেখ্য ৩৯ বছর পর অর্থাৎ ১৯৮৬-এর পর ফের এই সম্মেলন সি জি সি আর আই -এর হাত ধরে কলকাতায় ফিরছে।

আই সি জি ২০২৫- এর আয়োজক সংস্থা সি জি সি আর আই-এর অধিকর্তা অধ্যাপক বিক্রমজিৎ বসু এই সম্মেলনের বিষয়ে জানান, আন্তর্জাতিক স্তরে কাঁচ বিষয়ক অভিজ্ঞ ব্যক্তিদের সমাবেশে তথ্য ও জ্ঞানের চর্চা এই কংগ্রেসের অন্যতম আকর্ষণ। গ্লাস উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি নিয়েও বিস্তৃত আলোচনা হবে কংগ্রেসে। এর অঙ্গ হিসেবে আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি আইসিজি সি জি সি আর আই টিউটোরিয়াল আয়োজিত হবে। বিশেষজ্ঞ বক্তারা দক্ষতা বৃদ্ধিতে এই টিউটোরিয়ালে অভিজ্ঞতা ভাগ করে নেবেন। 

এই সম্মেলনে ১২টি সিম্পোজিয়া আয়োজিত হবে। এবারকার কংগ্রেসের থিম গ্লাস : আ স্মার্ট এন্ড সাসটেইনেবল মেটেরিয়াল। মোট ৫৫০ প্রতিনিধি কংগ্রেসে যোগ দেবেন। তার মধ্যে ২০টি দেশ থেকে ১৫০ আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। মোট ১১ জন প্লেনারি বক্তা, ২২ জন কী নোট বক্তা এবং ৯৪ জন আমন্ত্রিত বক্তা ভাষণ দেবেন। তাছাড়াও ১৪০টি পোস্টের প্রেজেন্টেশন হবে এই কংগ্রেসে।

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন