বিশ্ব ক্যারাটে জাজ পরিক্ষায় উত্তীর্ণ কলকাতার ক্যারাটে মাস্টার অয়ন




ট্র্যাডিশনাল কারাতে ডো ওকিনাওয়া কোবুডো ইন্ডো কিও কাই-এর প্রেসিডেন্ট ও প্রধান প্রশিক্ষক কিয়োশী অয়ন চক্রবর্তী সেভেনথ ডান ব্ল্যাক বেল্ট ক্যারাটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করলেন। তিনি ফুজাইরাহ, ইউ এ ই-তে অনুষ্ঠিত বিশ্ব ক্যারাটে ফেডারেশানের চ্যাম্পিয়নশিপের জাজ পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ১৬-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 
অয়ন জানান,এর আগেও তিনি উজবেকিস্থানে সামারখান্থ এবং ইউ এ ইর সারজা থেকে কাতা এবং কুমিতে এশিয়ান জাজ পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তারপর বিশ্ব ক্যারাটে ফেডারেশানের জাজ পরিক্ষায় উত্তীর্ণ হওয়াই ছিল ওনার প্রধান লক্ষ্য। 

তিনি বলেন, এতদুর পৌঁছানোর অনেক স্বপ্ন ছিল। বাধাও ছিল। তার পরেও নিজের কঠোর পরিশ্রম, বিশ্বাস, আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার মাধ্যমে তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন। তিনি প্রমাণ করেছেন যে দৃঢ়সংকল্পের মাধ্যমে যে কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে।
সমগ্র বাংলা এবং দেশ আজ তার এই সাফল্যে গর্বিত কারন তিনি তার স্বপ্ন ও আবেগকে আরেকটি স্তরে উন্নীত করেছেন এবং অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন।

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন