স্বামী প্রণবানন্দ জন্ম জয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বিরাট ধর্মীয় শোভাযাত্রা .




ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১৩০ তম আবির্ভাব তিথি উপলক্ষে দক্ষিণ কলকাতায় এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। শোভাযাত্রার পুরোভাগে ছিলেন অশ্বারোহী সন্ন্যাসীবৃন্দ। কয়েক হাজার ভক্ত, ছাত্র-ছাত্রী বিভিন্ন স্কুল কলেজ, ক্লাব, মিলন মন্দির থেকে অংশ নেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পদযাত্রায় পা মেলান। পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আদিবাসী ধামসা মাদল এবং ব্যায়ামবীর ও বিভিন্ন দেবদেবীর মূর্তি শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল। আজ সোমবার বেলা দেড়টা নাগাদ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। তারপর রাসবিহারী এভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, আশুতোষ মুখার্জী রোড, রমেশ মিত্র রোড, শরৎ বোস রোড, হাজরা রোড হয়ে আবার বালিগঞ্জে এসে শেষ হয়।
 
বালিগঞ্জ থেকে শোভাযাত্রার সূচনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখার্জি। 

স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, স্বামী প্রণবানন্দ জয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে এই শোভাযাত্রা। আগামী মঙ্গল ও বুধবার দুদিনব্যাপী হিন্দুধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনের আয়োজন করা হয়েছে এ উপলক্ষে সংঘের প্রধান কার্যালয়ে। সেখানে বহু বিশিষ্ট মানুষ বক্তব্য রাখবেন। শিবরাত্রি উপলক্ষে ভক্তদের যাতে শিবের পূজা করতে অসুবিধা না হয় তার জন্য সংঘের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভক্তদের সহযোগিতায় থাকবেন সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা।

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন