*মলয় পিটের কলেজে আধুনিক স্বাস্থ্য পরিষেবার সম্মেলন এস এম সি মেড এক্সপো '২৫*





আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতাল সামগ্রী প্রয়োজনীয়তার প্রদর্শনী *SMC MedExpo 2025* : শুভ উদ্বোধন হবে ১ মার্চ ২০২৫ এ।
*অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন* এর উদ্যোগে এবং *ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের* সহযোগিতায় *শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল* প্রাঙ্গণে  *SMC MedExpo 2025* অনুষ্ঠিত হতে চলেছে। *আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ ২০২৫* পর্যন্ত আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতাল সামগ্রী প্রয়োজনীয়তার প্রদর্শনী হবে *জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি এবং মেড এক্সপোর'২৫ এর আহ্বায়ক মলয় পিট।*

*_শুভ উদ্বোধন আগামী ১ মার্চ ২০২৫, শনিবার, সকাল ১১টায়।_*

এই বহু প্রতীক্ষিত প্রদর্শনীতে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি প্রদর্শনের কেন্দ্র হিসাবে এক অনন্য প্ল্যাটফর্ম হতে চলেছে। যেখানে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের অগ্রগতির উপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং চিকিৎসা ক্ষেত্রের সাথে যুক্ত সকলের মধ্যে সংযোগ গড়ে উঠবে।

*প্রধান আকর্ষণ সমূহ*
উদ্বোধন হবে ১লা মার্চ, ২০২৫, সকাল ১১টায়
বিশিষ্ট অতিথি ও স্বাস্থ্য পরিষেবা বিশেষজ্ঞদের উপস্থিতিতে  
*অংশগ্রহণ করবেন:*
 ২,০০০+ চিকিৎসক ও বিশেষজ্ঞ 
 ১৫০স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ,প্রায় 
১০০ওষুধ কোম্পানি অংশগ্রহণ করবে।
*রোগী পরিষেবা:*
রোগীরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করার এবং উন্নত চিকিৎসা সম্পর্কে জানার সুযোগ পাবেন।
*বিশেষজ্ঞ পরামর্শ:* 
এশিয়ার খ্যাতনামা লিভার ট্রান্সপ্লান্ট ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ *_ডাঃ সুরেশ কুমার সিংভী_* ১লা ও ২রা মার্চ, ২০২৫-এ উপস্থিত থাকবেন।
*প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্পের অন্তর্দৃষ্টি*
SMC MedExpo ২০২৫ আধুনিক চিকিৎসা পরিষেবার ভবিষ্যতের নতুন পথ উন্মোচন করবে এবং অত্যাধুনিক উদ্ভাবন সমূহ সকলের সামনে তুলে ধরবে। যেমন:
*এআই* এর মাধ্যমে চিকিৎসা সমাধান, হাসপাতাল অটোমেশন এবং পরবর্তী প্রজন্মের রোগ নির্ণয়ের প্রযুক্তি।
লাইভ প্রদর্শনী, যেখানে সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি তুলে করা হবে।
বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা যেখানে এআই-এর ভূমিকা, রোগ নির্ণয়, রোগীর যত্ন ও হাসপাতাল ব্যবস্থাপনায় কীভাবে পরিবর্তন আনছে তা নিয়ে আলোচনা হবে।
শিল্প উদ্যোগী, নীতিনির্ধারক ও স্বাস্থ্য পরিষেবা পেশাদারদের সাথে নেটওয়ার্কিং-এর সুযোগ।
উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রচারের লক্ষ্যে SMC MedExpo 2025 চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য গুলোর উপর আলোকপাত করবে এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে নতুন উদ্ভাবনের অনুপ্রেরণা জাগিয়ে তুলবে।

আগামী ১ মার্চ  শনিবার, সকাল ১০টায় *ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস* – এর পরিচালনায় ছয় দেশের শতাধিক বিজ্ঞানীদের নিয়ে *_১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন_* – এর শুভ সূচনা।
এই উপলক্ষে আয়োজিত কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এম ডি, এস আই সার্জিকালের  সঞ্জয় মুখার্জি, আয়োজক সংগঠনের উপদেষ্টা সুশান্ত বন্দ্যোপাধ্যায়, ও সংস্থার  কোষাধক্ষ আব্বাসউদ্দীন মোল্লা, সৈয়দ মুশারফ হোসেন ,ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহবায়ক শংকর মণ্ডল, ও  নির্জন নন্দী সহ আরো অনেকে।



Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন