ভ্যালেনটাইন ডে উপলক্ষে পোশাকশিল্পী ইরানী মিত্রের ক্যালেন্ডার প্রকাশ





নতুন প্রজন্মের কাছে বঙ্গ নারীর শাড়ির ঐতিহ্যকে মনের মাধুরীতে রূপ দিয়ে চলেছেন পোশাক শিল্পী ইরানী মিত্র। তাঁর ফ্যাশন ব্যুটিকের উদ্যোগে ভ্যালেনটাইন ডে উপলক্ষে নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ হলো দক্ষিণকলকাতার স্টুডিওতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। শীতকালীন ডিজাইনার শালের এবছর মডেল ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দোলন রায়। দোলন রায়কে নিয়ে ক্যালেন্ডারটি প্রকাশ হলো। 

দোলন জানালেন, ইরানী মিত্রের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা। একটিআবৃত্তিও পাঠ করেন।
অন্যান্যদের মধ্যে ছিলেন, মডেল, গীতিকার দিব্যদূতি, মডেল রেহান কবির। ছিলেন প্রশিক্ষক মডেল রিক্তা আচার্য, জয়শ্রী, মহুয়া, কাকলী, সুচরিতা, মেঘা, নীলাঞ্জনা, মৌসুমী, সুদেষ্ণা, আরতি, রূপসায়নী, দীপ নিগম কৃষ্ণা লক্ষ্মনী প্রমুখ। ক্যালেন্ডার মডেলদের প্রসাধনসজ্জায় ছিলেন পল্লবী , দীপ্ত। ফটোগ্রাফিতে ছিলেন সিদ্ধার্থ ব্যাস। গান শোনান সিদ্ধার্থ ব্যাস, সুমনা নিয়োগী। আবৃত্তি পরিবেশন করেন মডেল সুস্মিতা দাস। সঞ্চলনা করেন সর্বাণী চ্যাটার্জি।

ইরানী জানালেন, আমি আমার ডিজাইন স্বপ্নে পাই। স্বপ্ন যুগিয়ে দেন স্বয়ং ঈশ্বর। আমার ওয়ার ড্রপে আছে নানা ধরণের শাড়ি। গরম আসছে। সূতির পোশাকে উৎসব বা দৈনন্দিন পরনের হাল্কা শাড়ি আছে। যা মেয়েরা সহজে বহন করতে থাকে।

ইরানী আরও বলেন, ক্রেতাদের পছন্দের খোঁজ রাখি।সকলেই কমফোর্ট জোন খোঁজে। তবু সাজেশন দিই। আমরা পোশাক শিল্পীদের আমি বুঝিয়ে দিই। অনেক সময় ভুল হয়। কিন্তু সেই পোশাকও কাজে লেগে যায় অন্য এক সৃষ্টি পরিকল্পনায়। অনেকে নেতিবাচক মন্তব্য করেন। তাঁর অপছন্দের কারণ বুঝে তাঁদের পছন্দকেও গুরুত্ব দিই। ফিল্ম দুনিয়ায় আমার ফ্যাশন চিন্তা ২০১৭ সালে। ঋতুপর্ণা আমার কাছে ডিজাইন চান। ফ্যাশন জগতে যাঁরা আসেন তাঁদের বলি জীবনে শৃংখলা রাখা উচিত। পেশার বাইরেও যাঁদের শিল্প সংস্কৃতির চর্চা থাকে তাঁদের উৎসাহ দিই। রাজ্যের প্রান্তিক অঞ্চলে যাঁরা থাকেন তাঁদের কাছেও হোল সেলার মারফত পৌঁছে দিই আমার সৃষ্টি। কিছুদিনের মধ্যে বাজারে আনছিস্বয়ংবর। এই ব্র্যান্ড সবার জন্য।

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন