টেলি হেলথ মাল্টি স্পেশালিষ্ট ক্লিনিক অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের শুভ উদ্বোধন বেহালায়



অঞ্জলি জুয়েলার্স গ্রুপ আয়োজিত কলকাতার একমাত্র প্রায় ৭ বছর ধরে চলা বেহালা চৌরাস্তার নিকটে 'হেলথ চেক ' ডায়গনস্টিক সেন্টার ও পলি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের সাথে যৌথ প্রয়াসের টেলি হেলথ্ মাল্টি স্পেশালিটি ক্লিনিক অ্যাপোলো হসপিটাল চেন্নাই ও ইনফরমেশন সেন্টার | এই সেন্টারে সরাসরি চেন্নাই অ্যাপোলোর বিবিধ ক্ষেত্রের স্পেশালিস্ট ডাক্তাররা তা অনঙ্কোলজি,  অর্থপেডিক , নিউরোলজি , কার্ডিওলজি ,  ডার্মোটোলজি,  ইত্যাদি সহ অন্যান্য ক্ষেত্রেও বিশিষ্ট ডাক্তাররা থাকবেন রোগী দেখার জন্য | এর সাথে অনলাইন এ ডাক্তারদের থেকে পরামর্শ নেওয়া বা কোন রোগী, চেন্নাই অ্যাপোলোতে দেখাতে গেলে তাকে সব দিক থেকে সহায়তা করা হবে  এই হেলথ চেক ক্লিনিকের মাধ্যমে | আগামী দিনে চেন্নাই অ্যাপোলোর ডাক্তারদের হাতের নাগালে বাংলার মানুষ পাবে এই সেন্টারের মাধ্যমে | 

৮ই  ফেব্রুয়ারি বেহলার অঞ্জলি জুয়েলার্সের হলে  আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল এই টেলি হেলথ্ মাল্টিস্পেশালিষ্ট ক্লিনিক অ্যাপেলো চেন্নাইয়ের |  যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাপোলো চেন্নাইয়ের ডি জি এম ডঃ নারায়ণ মিত্র ,  অ্যাপোলো চেন্নাইয়ের রোবটিক সার্জেন্ট ডঃ মাধন ,  এছাড়াও উপস্থিত ছিলেন ইউরোলজিস্ট ডঃ যতীন সনি ,  হেলথ চেকের অপারেশন হেড ভয়ভঞ্জন সাহা সহ অন্যান্যরা |

 এক কথায় বলা যেতে পারে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের সব ধরনের চিকিৎসা পাবার সুযোগ সুবিধা এবার পেতে চলেছে বঙ্গবাসী |

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন