"বঙ্গ কৃতি সম্মান ২০২৫".

 নিজস্ব প্রতিনিধি: গত ২৮শে ফেব্রুয়ারি,২০২৫  "বঙ্গ কবি -সাহিত্যিক মঞ্চ"  (কলকাতা) এর পরিচালনায় অনুষ্ঠিত হলো বঙ্গ কৃতি সম্মান ২০২৫ এর অনুষ্ঠান কৃষ্ণ পদ মেমোরিয়াল হল ( কলকাতা) সভা কক্ষে।

 অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সভাপতি ও কবি দীপঙ্কর পোড়েল মহাশয়, সম্পাদক সুমন কোদালী, পদ্মশ্রী পুরস্কার প্রাপক করিমুল হক সি. এ. ,অনুষ্ঠানের উদ্বোধক প্রাক্তন ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়, ও সর্বোপরি অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক ইংরাজি ও বাংলাভাষার কবি ড. স্বপন কুমার নাথ । 

উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রখ্যাত কবি শংকর হালদার শৈলবালা, প্লাসেন্টা প্রকাশনের কর্ণধার ও কবি রঞ্জিত বালা , ও কল্যানী বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান ও বিশিষ্ঠ লেখক ও কবি ড. স্বরূপ মালাকার মহোদয়গন । সাংবাদিক দের সঙ্গে কথা প্রসঙ্গে প্রধান অতিথি ড. স্বপন কুমার নাথ কবি , সাহিত্যিকদের সামাজিক কি কর্তব্য তা তুলে ধরেন।


Comments

Popular posts from this blog

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন

পুষ্পেন্দু সেন স্মারক রক্তদান শিবির

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry