*পারুল প্রকাশনীর কর্ণধার গ�ৌরদাস সাহার ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে গ্রন্থপ্রকাশ ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান*
*কলকাতা, ২৬ মার্চ ২০২৫* : কলকাতা ও আগরতলায় অধিষ্ঠিত পূর্ব ভারতের বিশিষ্ট প্রকাশনা সংস্থা পারুল প্রকাশনীর কর্ণধার গ ৌরদাস সাহা পঁচাত্তর বছরে পদার্পণ করলেন। এই উপলক্ষ্যে, তঁার সংস্থার কর্মীদের উদ্যোগে একটি গ্রন্থপ্রকাশ ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাঠ্যবইয়ের জগতের বিবিধ উজ্জ্বল প্রকাশনার পাশাপাশি বাংলা সাহিত্যের উন্নতিকল্পে তঁার ব্যতিক্রমী অবদানের নথি হিসেবে প্রকাশিত হবে— অপরাজিত। বহুবিশিষ্ট লেখকের মনোজ্ঞ রচনায় ঋদ্ধ এই বইটিতে প্রকাশিত হয়েছে শিক্ষক থেকে প্রকাশক গ�ৌরদাস সাহার নেতৃত্বে পারুল প্রকাশনীর ক্রমোত্থানের ইতিহাস। চঞ্চলকুমার ঘ�োষ সম্পাদিত বইটির আনুষ্ঠানিক উন্মোচন করবেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ।
এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সংগীতশিল্পী সিদ্ধার্থশঙ্কর রায়, যিনি সিধু নামে পরিচিত। ১৯৮১ সালে ত্রিপুরার আগরতলায় প্রতিষ্ঠিত প্রকাশনী শুধু পাঠ্যপুস্তক প্রকাশনাতেই নয়, আধুনিক বাংলা সাহিত্যের উন্নতিকল্পেও নিবেদিতপ্রাণ। গ ৌরদাসবাবুর ঐকান্তিক প্রচেষ্টায় ঐতিহ্যবাহী সন্দেশ ও বালক পত্রিকার পুনরুদ্ধার, তৎসহ ইংরেজি গীতাঞ্জলি-র মান্য সংস্করণ প্রকাশ একুশ শতকীয় বাংলা প্রকাশনার ইতিহাসে মোড় ঘুরিয়ে দেওয়ার মতোই ঘটনা। সুনীল, শীর্ষেন্দু, বুদ্ধদেব, মহাশ্বেতা, অতীন, বাণী বসু রচিত চিরায়ত বাংলা ছোটোগল্পের অনন্য সংগ্রহ ‘মুহূর্তকথা’ সিরিজ প্রকাশ এরকমই আর-এক স্মরণীয় মাইলফলক। কথাসাহিত্য হোক কিংবা কবিতা, মননশীল প্রবন্ধ হোক কিংবা দুর্লভ গ্রন্থ_পাণ্ডুলিপির নির্ভুল প্রকাশের ক্ষেত্রে গ ৌরদাসবাবু আপোশবিহীন। শিল্পসুষমামণ্ডিত প্রচ্ছদে শোভিত তঁার সমস্ত বই। দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে পারুল প্রকাশনী প্রখ্যাত লেখকদের লেখা ছাপার পাশাপাশি বহু নবীন সাহিত্য প্রতিভাকেও করেছে প্রস্ফুটিত।
বাংলা কমিকস তথা গ্রাফিক নভেলের আধুনিকীকরণেও তঁার ভূমিকা অবিসংবাদিত। একই অনুষ্ঠানেই পারুল প্রকাশনী ‘দ্য ব্রেন অফ বেঙ্গল’ সম্মাননা প্রদান করছে এগারো জন বিশিষ্ট ব্যক্তিত্বকে— সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান, সমাজসেবা প্রভৃতি বিবিধক্ষেত্রে যঁারা ব্যতিক্রমী অবদান রেখেছেন— শ্রী পুরঞ্জনপ্রসাদ চক্রবর্তী (সাহিত্য এবং সমাজবিজ্ঞান), অধ্যাপক অসিতকুমার মণ্ডল (ইতিহাস এবং সমাজবিদ্যা), ড. সুভাষ চন্দ্র রায় (শিক্ষা এবং ফলিত মনোবিদ্যা), অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ী (রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান), ড. সন্দীপ রায় (জীববিদ্যা এবং পরিবেশবিদ্যা), শ্রী তাপস কুমার পুরকাইত (গণিত এবং পরিসংখ্যানবিদ্যা), অধ্যাপক চিত্তরঞ্জন সিনহা (রসায়ন এবং পরিবেশবিদ্যা), অধ্যাপক মদনমোহন ভট্টাচার্য (জীববিদ্যা এবং পরিবেশবিদ্যা), অধ্যাপক বারিদবরণ ঘ�োষ (সাহিত্য এবং সমাজবিজ্ঞান), অধ্যাপক সন্তোষ কুমার ঘ�োড়ই (পদার্থবিদ্যা এবং পরিবেশবিদ্যা) এবং অধ্যাপক সম্পৎ মুখার্জি (অর্থনীতি এবং সমাজবিজ্ঞান)।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং প্রকাশনায় গ ৌরদাস সাহার অনন্য অবদানকে স্বীকৃতি জানাতে এই অনুষ্ঠানে সমবেত হবেন বাংলা সাহিত্য, শিল্পজগতের বিশিষ্টজনেরা।
PIC . SANTANU DOLUI
MOB NO --7499910422
Comments
Post a Comment