অলক্ষ্যে ঋত্বিক ছবির সঙ্গীত প্রকাশে এলেন আরতি মুখার্জি

 


মঙ্গলবারের বিকেল।কলকাতা প্রেসক্লাবে অলক্ষ্যে ঋত্বিক ছবির সঙ্গীত প্রকাশ করল প্রযোজনা  সংস্থা ড্রিম মেকার্স ২০১১। পরিচালক মিলন ভৌমিকের আত্মজ শুভঙ্কর ভৌমিকঋত্বিক ঘটকের বায়োপিক অবলম্বনে অলক্ষ্যে ঋত্বিক ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ মার্চ। নামভূমিকায় গায়ক অভিনেতা শিলাজিৎ।

 ঋত্বিকের স্ত্রীর চরিত্রে পায়েল সরকার। অন্যান্য চরিত্রে বি ডি মুখার্জি, রাজ, প্রমুখ। ছবির সঙ্গে সঙ্গতি রেখে সুর সৃষ্টি করেছেন দেবজ্যোতি কর।

 আবহ রচনা করেছেন সৌমিত্র কুন্ডু। ছবিতে লোকগীতির আধারে উদ্বাস্তু রাজনীতির করুণ আর্তি ফুটিয়ে তোলা হয়েছে চিত্রনাট্যের সুদক্ষ বুননে। অনুষ্ঠানে উপস্থিত গায়িকা আরতি মুখার্জির ও ফোনে অতীতের স্মৃতিচারণ করলেন মাধবী মুখোপাধ্যায়। আগামী প্রজন্মের কাছে ঋত্বিকের পদচারণা সেলুলয়েডে কতটা আকর তার প্রমাণ মিলবে ছবিতে। 

 ছবি রাজেন বিশ্বাস

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন