ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে হিন্দুধর্ম সংস্কৃতি মহা সম্মেলন ও বিশ্ব শান্তি যজ্ঞ
ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত দক্ষিণ ২৪ পরগনা জেলা হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে এবং স্বামী প্রনবানন্দ ভাব প্রচার পরিষদের উদ্যোগে দক্ষিন ২৪ পরগনা জেলার লক্ষীকান্তপুর নট্টের মাঠে অনুষ্ঠীত হল হিন্দু ধর্ম সংস্কৃতি মহা সম্মেলন ও বিশ্ব শান্তি যজ্ঞ।
এ উপলক্ষে ২৫টি যজ্ঞ কুন্ডে মহাযজ্ঞের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্যকরী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। মহাযজ্ঞে অংশ নেন শতাধিক সন্ন্যাসী ও কয়েক হাজার সাধারণ মানুষ।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম আবির্ভাব বর্ষ উপলক্ষে ১৩০জন যুবক যুবতী শতবর্ষ উদযাপন করেন দ্বাদশ অক্ষর শিব সিদ্ধ নাম ওঁ হরো গুরু শঙ্কর শিব শম্ভুর নামে মাঠ প্রদক্ষিণ করে।
৫১ জন মায়েরা মিলে শ্রীশ্রী চন্ডী পাঠ ও শ্রীশ্রী গীতা পাঠ করেন। এই মহতি সম্মেলনে সারা জেলার প্রায় ৬০টি স্থান থেকে উৎসাহী ভক্তরা নট্টের মাঠে সম্মেলন স্বার্থক করে তোলেন।
সারাদিনের এই অনুষ্ঠান হিন্দু সমাজের প্রায় সমূহ আচার পালিত হয়। কাশী বিশ্বনাথের বিভূতি, মহাকুম্ভের জল ও বাজিতপুরের বেল কাঠ আধ্যাত্মিক ভাবনার সাক্ষী হয়ে থাকলো সারা দক্ষিণ ২৪পরগনা জেলার সঙ্ঘের ভক্তদের।
শেষ বেলায় অভিনব উপায় অবলম্বন করে ২৫টি যজ্ঞ অনুষ্ঠিত হয়। মায়েরা যজ্ঞ বেদী প্রদক্ষিণ ও একসাথে অগ্নি সংযোগ অতি আচরণ সিদ্ধ ছিল।
PIC . SANTANU DOLUI
MOB .-7499910422
Comments
Post a Comment