তেত্রিশ তম বাণী বন্দনা উৎসব
নিজস্ব প্রতিনিধি : গড়িয়া বোয়ালিয়া'র " আমরা সবাই ক্লাবের তেত্রিশ তম বাণী বন্দনা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার ক্লাব প্রাঙ্গনে। দু'দিন ব্যাপী চলবে এই বার্ষিক অনুষ্ঠান।
শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু এবং রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শনিবার অনুষ্ঠানের শুভ সূচনা হয় সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন ডাঃ নারায়ণ মিত্র, অ্যাপেলো হাসপাতাল, ডিজিএম, মৃদুল কান্তি ব্যানার্জি, ইন্ডিয়ান কোচ, অনিরুদ্ধ ঘোষ, সাইবার ক্রাইম, দেবাশীষ বাগ, বিবেকানন্দ নস্কর , খুশি নস্কর, অভিনেত্রী পৃথা এলা দাস এবং আমরা সবাই ক্লাবের প্রেসিডেন্ট কিংশুক নস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বার্ষিক এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বিষয় "শরীর চর্চা মূল মন্ত্র"। অতিথিদের এদিন সম্মানিত করা হয় উত্তরীয়, ব্যাচ এবং স্বারক দিয়ে। এই ক্লাব প্রতি বছর নানা ধরনের সেবামূলক কাজ করে থাকেন যেমন বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও দুস্থ মানুষদের বস্ত্র দান। ছবি রাজেন বিশ্বাস
Comments
Post a Comment