_For immediate publication:_*প্রেস বিজ্ঞপ্তি* *দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ছাব্বিশের ছক’, ২ মার্চ ২০২৫, রবিবার, রাত ১০ টায়*
*কলকাতা, ০২ মার্চ*: এক বছর বাকি। তার মধ্যেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিধানসভা ভোটের। রাজ্যের প্রধান দুই শক্তি নিজেদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির স্বপ্নভঙ্গ হয়েছে। তার পর ২০২৪-এর লোকসভা ভোটেও ২০১৯-এর ক্ষত সামলে নিয়েছে তৃণমূল। ফলে অঙ্কের হিসাবে তাদের স্বস্তিতে থাকার কথা। কিন্তু সেই অঙ্ক ওলোটপালোট করে দিয়েছে আরজি কর কাণ্ড।
নাগরিক সমাজের রোষের মুখে পড়েছে শাসক দল। খানিকটা মাথাচাড়া দিয়েছিল বামেরা। কিন্তু সেই আন্দলোনে ধরে রাখতে পারেনি তারা। দলের রক্তক্ষরণ অব্যাহত। রাজ্য সম্মেলন কি দিশা দেখাতে পারবে? এই অবস্থায় কী ভাবে সামাল দেবে তৃণমূল? দলের অন্দরে মমতা-অভিষেক বিভাজনের গুঞ্জন। কী ভূমিকা হবে ভোট কুশলী সংস্থা আই প্যাকের?
কী করবে বিজেপি? পর পর দুটো বড় ভোটে ধাক্কা। কেন্দ্রীয় নির্দেশ সত্ত্বেও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে রাজ্য বিজেপি। ক্রমশ মাথাচাড়া দিচ্ছে কোন্দল। এই পরিস্থিতিতে কোন দিকে ঘুরবে ছাব্বিশের ভোটের হাওয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতেই _*দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ছাব্বিশের ছক’, ২ মার্চ ২০২৫, রবিবার, রাত ১০ টায়।*_
Comments
Post a Comment