রামনবমী ও বাসন্তী পুজো উপলক্ষে প্রণব মহামিলন মেলা
রামনবমী ও বাসন্তী পুজো উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় শুরু হয়েছে ‘শ্রীশ্রী প্রণব মহামিলন মেলা’।
স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ আবির্ভাব বর্ষকে পাথেয় করে মহাসপ্তমীতে মন্মথপুর প্রনবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র -ছাত্রীরা পিতা মাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
ছয়দিনের এই মহামিলন মেলায় প্রতিদিন সাধারণদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা, হয়। বিভিন্ন স্টলের মধ্য দিয়ে মানবিক বিধির প্রচার করা হয়।
PIC. SANTANU DOLUI
MOB NO ---7499910422
Comments
Post a Comment