নৃত্য ভূমির চতুর্থতম বার্ষিক নৃত্য অনুষ্ঠান
বনি সিংহ : শুক্রবার নৃত্য ভূমির চতুর্থতম বার্ষিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হলো উৎসব মঞ্চে। সমগ্র নৃত্যভাবনা ও পরিকল্পনায় ছিলেন নৃত্যশিল্পী শিল্পা চৌধুরী। নৃত্যানুষ্ঠানে সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্য গুরু সুজয় ঠাকুর, কবীর সেন বরাট, সুব্রত ঠাকুর, পলি গুহ, নিরঞ্জন গোস্বামী, বিশ্বজিৎ চৌধুরী, রনজিত চৌধুরী এবং শেলী চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নৃত্যানুষ্ঠানে এদিন উপস্থিত সকলকে সম্মানিত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এছাড়া এদিন নৃত্য ভূমির সকল ছাত্রছাত্রীরা নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন।
PIC. SANTANU DOLUI
MOB NO ---7499910422
Comments
Post a Comment