*বন্ধন ব্যাঙ্ক প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করলো এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট*
কলকাতা, 8 এপ্রিল 2025: সর্বভারতীয় সর্বজনীন ব্যাঙ্ক হিসেবে বন্ধন ব্যাঙ্ক আজ তাদের প্রিমিয়াম গ্রাহকদের উন্নততর ও প্রিমিয়াম ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের উদ্দেশ্যে 'এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট' চালু করলো। এই নতুন সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা একটি প্রিমিয়াম 'এলিট প্লাস ডেবিট কার্ড' সহ একাধিক এক্সক্লুসিভ লাইফস্টাইল বেনিফিট পাবেন।
এই নতুন প্রোডাক্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রী পার্থ প্রতিম সেনগুপ্ত, এমডি ও সিইও, বন্ধন ব্যাঙ্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ইডি ও সিবিও শ্রী রাজিন্দর কুমার বাব্বর এবং ইডি ও সিওও শ্রী রতন কুমার কেশ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এই ‘এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট’-এর প্রথম গ্রাহকদের মধ্যে একজন হন।
এলিট প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে আনলিমিটেড ফ্রি ডিপজিটের সুযোগ পাবেন। এর পাশাপাশি RTGS, NEFT এবং IMPS ট্রান্সঅ্যাকশনও করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই অ্যাকাউন্টে রয়েছে আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট, প্রতি ত্রৈমাসিকে দুইবার কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা। গ্রাহকরা প্রতি মাসে 750 টাকা মূল্যের কমপ্লিমেন্টারি সিনেমার টিকিটও পাবেন এবং দেশের কিছু নির্বাচিত অভিজাত গলফ ক্লাবে গলফ ম্যাচ দেখতে যেতে পারবেন।
এছাড়াও, এলিট প্লাস গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ভাউচার, মাইলস্টোন রিওয়ার্ড, এবং উন্নত ডেবিট কার্ড ইনসুরেন্স কাভারেজ—যার মধ্যে রয়েছে 15 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার এবং 3 লক্ষ টাকা পর্যন্ত পারচেস প্রোটেকশন সুবিধা।
শ্রী পার্থ প্রতিম সেনগুপ্ত, এমডি ও সিইও, বন্ধন ব্যাঙ্ক, এই নতুন প্রোডাক্ট লঞ্চ উপলক্ষে বলেন, “আমাদের প্রিমিয়াম গ্রাহকদের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখেই আমরা এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট চালু করেছি। বিলাসবহুল ভ্রমণের সুবিধা থেকে শুরু করে বিশেষ ইনসুরেন্স কাভারেজ—এই অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য এক উন্নত ও স্বতন্ত্র ব্যাঙ্কিং অভিজ্ঞতা প্রদান করবে।”
এই উপলক্ষে ব্যাঙ্ক তাদের আগের বন্ধন এলিট সেভিংস অ্যাকাউন্টও নতুন ফিচার-সহ পুনরায় চালু করেছে, যা HNI গ্রাহকদের আরও উন্নত সুবিধা দিতে সক্ষম হবে।
PIC SANTANU DOLUI
MOB. NO ---7499910422
Comments
Post a Comment