যুব নেতা বাবাই নস্করের উদ্যোগে রাজপুর _সোনারপুর _ তিন নং ওয়ার্ডে টি এম সি জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়
নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গে প্রতিবছর ১৫ লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন। কিন্তু সংগৃহীত হয় ১৩ লক্ষ ইউনিট। অর্থাৎ চাহিদার তুলনায় ২ লক্ষ ইউনিট রক্তের অভাব। রাজ্যের শাসক দলের রাজপুর - সোনারপুর তিন নং ওয়ার্ডে একটি জনসংযোগ কার্যালয় উদ্বোধন উপলক্ষে রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয়।
প্রধানত সাউথ বেঙ্গল মেট কেয়ার ও অ্যাপোলো হসপিটাল এই রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে।
স্থানীয় নেতৃত্ব পৌর পরিষদ সদস্য রাজপুর- সোনারপুর পৌরসভার নজরুল আলি মণ্ডল,৭ নং ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত, রাজপুর -সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ড: পল্লব দাস,১ নং ওয়ার্ডের পুরপিতা পিন্টু দেবনাথ, যুবনেতা প্রশান্ত নস্কর ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম , পুরমাতা অনন্যা ব্যানার্জি, সাংসদ সায়নী ঘোষ প্রমুখ।
প্রায় ১৫০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষার সুবিধা গ্রহণ করেন।নেতৃত্বের প্রত্যেকেই বলেন, তৃনমূল কংগ্রেস শুধু ভোটের সময় নয়, সারাবছর জনসংযোগ রক্ষা করে নাগরিকদের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে তোলে এদিনের অনুষ্ঠানে জনসংযোগ রক্ষায় গড়ে তোলা হয়েছে জনসংযোগ কার্যালয়।
PIC. SANTANU DOLUI
MOB NO. ----7499910422
Comments
Post a Comment