চিত্রশিল্পী মাইকেল বোসের ২৪ তম একক চিত্র প্রদর্শনী
স্টাফ রিপোর্টার : চিত্রশিল্পী মাইকেল বোস মানেই চিত্রশিল্পে পরিচিত নাম। বিগত বেশ কয়েক বছর ধরে তাঁর চিত্রশিল্পের দক্ষতার মাধ্যমে তাঁর সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। প্রত্যেক বছরই চিত্রশিল্পী মাইকেল বোসের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় একাডেমি অফ ফাইন আর্টসে। এই বছরেও তার ব্যতিক্রম ছিল না। মাইকেল বোসের এই একক চিত্র প্রদর্শনী এবার ২৪ তম বর্ষে পদার্পণ করল। প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে চিত্র প্রদর্শনীর শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন বিমল কুণ্ডু, অতনু পাল, স্বপন সরকার, মানবেন্দ্র শিকদার, সমীর আইচ, মল্লার ঘোষ সহ বিশিষ্টরা। এছাড়া অনেক চিত্রশিল্পী প্রেমী এসে মাইকেল বোসের চিত্রশিল্প দেখেন। আলোকচিত্রশিল্পী অতনু পাল জানালেন, "আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
কলকাতার খুব কম চিত্রশিল্পী রয়েছে যারা নিজের চব্বিশ তম চিত্র প্রদর্শনী করার সাহস দেখিয়েছে। ধারাবাহিকভাবে মাইকেল বোস সেই কাজটা করে যাচ্ছেন। শিল্পশৈলী এবং বক্তব্য প্রকাশ দুটোর মেলবন্ধনে একটা যথার্থ যুগপোযোগী এবং সমাজ সচেতন শিল্পী হিসেবে তার স্বাক্ষর রেখেছেন।" মাইকেল বোস জানালেন, "এত গুণী মানুষ আমার চিত্র প্রদর্শনী দেখতে এসেছেন এটা আমার কাছে আশীর্বাদ। তাদের এই আশীর্বাদে আমাকে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাচ্ছে।" চিত্রশিল্পী স্বপন সরকার জানালেন, "মাইকেলদার ২৪ তম চিত্র প্রদর্শনীতে এসে খুব ভালো লাগছে।
একদিকে মাইকেল ১০ জন কারিগর অন্যদিকে ক্রিয়েটিভ জায়গাটা খুব সুন্দরভাবে তুলে ধরেন। তাঁর ২৪ তম এক্সিবিশন একটা সফলতার জায়গা।"
PIC. SANTANU DOLUI
MOB NO --7499910422
Comments
Post a Comment