রাজপুর সোনারপুর পুরসভার 150 বর্ষ পূর্তি উপলক্ষে নানান কর্মসূচি ২১ নম্বর ওয়ার্ডে



স্টাফ রিপোর্টার ঃ রাজপুর-সোনারপুর পৌরসভার সার্ধশতবর্ষ উপলখ্যে ২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকারের উদ্যোগে সুভাষগ্রাম নবতারা বিদ্যালয়ে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হল। 

এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১৫০ বছর পূর্তি উপলক্ষে পৌরপিতা মিলন সরকার  ওয়ার্ড এর বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপন করেছেন। পরিবেশ দিবসের এই কর্মসূচির পর রবিবার পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অংকন প্রতিযোগিতার আয়োজন করেন নবতারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এদিন ৬০০ জন প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ২১ নম্বর ওয়ার্ড অ্যাডভাইসারি কমিটি ও সমাজকর্মী বৃন্দ। 

এই বিশেষ দিনে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী এবং এই অংকন প্রতিযোগিতার বিচারক বিশিষ্ট চিত্রশিল্পী  মাইকেল বসু, সমাজকর্মী শ্রীলেখা রায়, অঙ্কন প্রতিযোগিতার বিচারক জয় নন্দী, সম্ভু সাউ, রাজপুর-সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি অভিজিৎ রায় সহ অন্যান্যরা। কাউন্সিলর মিলন সরকার জানান, “২১ নম্বর ওয়ার্ড ছাত্র-ছাত্রীদের নিয়ে যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে সেটা অনেক বড় প্রাপ্তি। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে উপস্থিত সকল অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছি।“ জয় নন্দী কাউন্সিলর মিলন সরকার কে ধন্যবাদ জানিয়েছে। এছাড়া তিনি বলেছেন, “আমরা চিত্রশিল্পী হিসাবে রাজপুরকে নিয়ে সবসময় গর্বিত হই। এই যে ছোটছোট ছেলে-মেয়েরা সুন্দর ছবি আঁকছে তাদের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় একটা সংখ্যামাত্র। কিন্তু যারা ছবি আঁকে প্রত্যেকেই তাদের মনের বিকাশ তৈরি করে নিয়েছে। 

তাদের রং-এর ধারায় ছবি তৈরি করছে। তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল।“
PIC. SANTANU DOLUI 
MOBILE NO --7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন