কবিপ্রণামে "শ্যামা "নৃত্যনাট্য
নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এর উদ্যোগে আয়োজিত কবি প্রণাম ২০২৫ অনুষ্ঠানে শুক্রবার অনুষ্ঠিত হলো কলকাতা 'ময়ূর ললিত ডান্স একাডেমি'র "শ্যামা"নৃত্যনাট্য রবীন্দ্র সদনে। শ্যামার ভূমিকায় ছিলেন স্বনামধন্য নৃত্যশিল্পী দেবমিত্রা সেনগুপ্ত এবং বজ্রসেনের ভূমিকায় ছিলেন দ্রাবিণ চট্টোপাধ্যায়। এদিন অনুষ্ঠানে নৃত্যশিল্পী দ্রাবিণে'র নৃত্যের ঝংকার উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন এবং অনেকদিন মনে রাখবেন কবি পক্ষের এই শ্যামা নৃত্যনাট্যটি।
নৃত্যশিল্পীরা এদিন পশ্চিমবঙ্গ সরকারের এই আয়োজনে আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া এদিন নৃত্যশিল্পী দেবমিত্রা সেনগুপ্ত বলেন সারা বছর ধরে আমরা রবি ঠাকুরকে নিয়ে বাঁচি এবং এই সময়টা আমরা বিশেষভাবে ওনাকে স্মরণ করি। এদিন অনুষ্ঠানে দর্শক আসন ছিল পরিপূর্ণ।
PIC SANTANU DOLUI
MOB NO ---7499910422
Comments
Post a Comment