প্রেস রিলিজ মাই নেচার কোচ “আয়ুরবন্ধু” কোর্স লঞ্চ করলো এবং তার সাথে কলকাতায় নতুন আয়ুর্বেদিক ক্লিনিক শুরু করল


কলকাতা, ভারত – ২৮ জুন ২০২৫ – কলকাতা-ভিত্তিক শীর্ষস্থানীয় আয়ুর্বেদিক ওয়েলনেস সংস্থা মাই নেচার কোচ (এমএনসি) তার নতুন 'আয়ুরবন্ধু' কোর্স  লঞ্চ করলো – সমগ্র স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি উদ্যোগ যা আয়ুর্বেদকে সারাজীবনের সাথী হিসেবে গড়ে তুলতে চায়।
এই কোর্স চালুর পাশাপাশি, এমএনসি গড়িয়াতে ত্রিকায়া আয়ুর্বেদ শীর্ষক একটি নতুন আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র এবং সাউথ সিটি মলের বিপরীতে, যাদবপুরে একটি পূর্ণাঙ্গ ওয়েলনেস ক্লিনিক উদ্বোধন করেছে।
প্রায় ১,০০০ বর্গফুট জুড়ে থাকা গড়িয়া কেন্দ্রটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক চিকিৎসাকে আধুনিক সুবিধার সঙ্গে সংযুক্ত করে প্রাকৃতিক চিকিৎসার একটি সমন্বিত পদ্ধতি প্রদান করছে।
উল্লেখ্য, এমএনসি ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে ১০,০০০-র বেশি রোগীকে সেবা প্রদান করেছে এবং ১০০-রও বেশি নিজস্ব আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে তাদের।  এই সম্প্রসারণের মাধ্যমে সংস্থাটি প্রাকৃতিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে এগিয়ে চলেছে।
"আয়ুর্বেদ শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়—এটি একটি জীবনযাপন পদ্ধতি," বলেন,  মাই নেচার কোচ (এমএনসি)  -র প্রতিষ্ঠাতা ডঃ অভিষেক ভট্টাচার্য। তিনি আরও বলেন,  " ‘আয়ুরবন্ধু’ কোর্স এবং আমাদের নতুন ক্লিনিকের মাধ্যমে আমরা প্রত্যেককে প্রাকৃতিকভাবে নিজেদের স্বাস্থ্য পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও উপকরণ দেওয়ার চেষ্টা করছি।"
বলাই বাহুল্য এমএনসি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ মূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে। 
মানব -কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে, মাই নেচার কোচ (এমএনসি)  তার ক্লিনিক ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। এছাড়াও, সংস্থাটি খুব শীঘ্রই একটি "মেম্বারশিপ কেয়ার কার্ড" লঞ্চ  করার পরিকল্পনা নিয়েছে , যার মাধ্যমে সদস্যরা একটি বিশেষ কেয়ার  ইউনিট এবং ব্যক্তিগতকৃত ওয়েলনেস পরিষেবার বিশেষ সুবিধা পাবেন।
PIC. SANTANU DOLUI 
MOBILE NO --7499910422

Comments

Popular posts from this blog

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন

পুষ্পেন্দু সেন স্মারক রক্তদান শিবির

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry