অসমের বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও সেবা কাজ ভারত সেবাশ্রম সংঘের
অসমের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কাজ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ।
সংঘের গোয়াহাটি, লামডিং,শিলচর, ডিমাপুর সহ আশপাশের বিভিন্ন আশ্রম থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই অসমের বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেছেন।
ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, বুধবার থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ কাজ শুরু করা হয়েছে।
PIC. SANTANU DOLUI
MOB NO ---7499910422
Comments
Post a Comment