ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন
স্টাফ রিপোর্টার ঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা প্লাস্টিক দূষণের অবসান। এই বছর আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া। এই বিশেষ দিনে ইকো অফ ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়।
মৌলালিতে ইকো অফ ইন্ডিয়ার অফিসের সামনে, শিয়ালদহ স্টেশন, পরিবেশ ভবন সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়। সুস্থ জীবনের লক্ষ্যে গাছ লাগান পরিবেশ বাঁচান এই কথাকে মাথায় রেখেই এই বৃক্ষরোপণ কর্মসূচী করা হয়। ইকো অফ ইন্ডিয়া গ্রুপের এই বৃক্ষরোপণ কর্মসূচীর প্রধান উদ্যোক্তা ছিলেন ইকো অফ ইন্ডিয়া, আর্থিক লিপি ও ইনফো ইন্ডিয়া সংবাদপত্রের কর্ণধার আশিস লাহা।
এই মহৎ উদ্যোগের পাশে ছিল রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিলেনিয়াম, মিনু শাড়ি ও লঞ্চারস পি আর টিম। বৃক্ষরোপণ কর্মসূচীতে ইকো অফ ইন্ডিয়া গ্রুপের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
PIC. SANTANU DOLUI
MOB NO ---7499910422
Comments
Post a Comment