কৌশিক ঘোষের ছবি “অবিনশ্বর” ঋত্বিক ঘটক সিনে অ্যাওয়ার্ডে ভূষিত কৌশিক
সম্প্রতি কলকাতা নন্দনে হয়ে গেল ১১তম" সুতানুটি ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল -২০২৪-২৫। পরিচালক ঋত্বিক ঘটক ও সাহিত্যিক,সাংবাদিক দেবকুমার ঘোষের নামে সিনে অ্যাওয়ার্ড দেওয়া হলো ।অনেক গুলো ছবির মধ্যে থেকে বেছে নেওয়া হলো সেরা কয়েকটি ছবি। এই সময় স্বল্প দৈর্ঘ্যের ছবির ক্ষেত্রে পরিচালক কৌশিক ঘোষ একদম প্রথম সারির,অন্যতম একটি নাম ।ইতিমধ্যেই তার ছবি গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশন, মুম্বাই ইন্টারন্যাশনাল কম্পিটিশন ,ডিভাইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন ,লায়ন্স ক্লাব, ব্লুষ্টার ক্লাব চেতলা ,থেকে সত্যজিৎ রায় স্মারক সম্মান পেয়েছে
এবার সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা দ্বিতীয় ডকুফিচার ছবি হলো কৌশিক ঘোষের ছবি “অবিনশ্বর ।”
পুরস্কার প্রদান করেন সুতানুটির ফেস্টিভ্যাল ডিরেক্টর অজয় বরণ দে ,অজয় সেনগুপ্ত ,অভিনেত্রী দেবিকা মুখার্জী প্রমুখ ।
PIC SANTANU DOLUI
MOB NO ---7499910422
Comments
Post a Comment