*কল্যাণী হাসপতালের স্ত্রীরোগ ও নবজাতক সেবার সূচনা*




কল্যাণী জেনারেল হাসপাতাল তার প্রথম নবজাতককে স্বাগত জানালো ।মাতৃত্ব ও নবজাতক সেবার সূচনা হল।

কল্যাণী - একটি ঐতিহাসিক এবং হৃদয়গ্রাহী মাইলফলক হিসেবে, কল্যাণী জেনারেল হাসপাতাল  ৯ জুন  তাঁদের অত্যাধুনিক হাসপাতালে প্রসূতি ইউনিট দ্বারা প্রসবের প্রথম শিশুর সফল জন্মের আনন্দের সাথে ঘোষণা করল। এই স্মরণীয় ঘটনাটি ব্যাপক প্রসূতি ও নবজাতক সেবার সূচনা হল। এদিন তিনজন নবজাতক ভূমিষ্ঠ হল অভিজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ দ্বারা  সফল অস্ত্র প্রচারের মাধ্যমে ।

হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান  শিলা সিংহ ঘোষ জানান  নদীয়া জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল এই প্রথম এবং সবরকম উপযোগী চিকিৎসার জন্য ৬০৫ শয্যা বিশিষ্ট, আপাতত ১১৫ শয্যা দিনরাতের জন্য উন্নত পরিষেবার জন্য আমরা বদ্ধপরিকর।

 এই বিশেষ  উদযাপন উপলক্ষে এদিন নবজাতক এবং তার পরিবারকে একটি স্মারক জন্ম কার্ড সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

নবজাতকদের উজ্জল ভবিষ্যৎ তথ্য উপস্থিত চিকিৎসকদের আজকের এই সফল অস্ত্রপ্রচারে ধন্যবাদ জানিয়ে হাসপাতালের কর্ণধার ও নির্মলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান শিলা সিং ঘোষ  আরো জানান এ.আই পরিষেবা চালু করা হয়েছে।
এই হাসপতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অভিক ব্যানার্জি  
জানিয়েছেন 
"এই দিনটি কেবল একটি শিশুর জন্ম নয়, বরং নতুন সূচনার জন্য একটি বিশ্বস্ত প্রতীক।
এদিন সফল অস্ত্রপ্রচার চিকিৎসকরা হলেন ডাঃ অভীক ব্যানার্জি
(ডিএনবি প্রসূতি ও স্ত্রীরোগ
স্ত্রীরোগবিদ্যায় ফেলোশিপ এবং ডিপ্লোমা ল্যাপারোস্কোপি ফেলোশিপ ইন আই ফার্টিলিটি),
ডাঃ অনিক কুমার মজুমদার
 পেডিয়াট্রিক ও 
ভ্রূণ কার্ডিওলজিতে ফেলোশিপ) এবং 
জেএনএম । হাসপাতালেরসিনিয়র অ্যানেস্থেটিস্ট সহ আরো অনেক কর্মী।
PIC.  SANTANU DOLUI 
MOBILE NO --7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন