রক্তযোদ্ধার জন্মদিনে রক্তদাতা ১০৫।


আজ সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাগরদিঘী এস.এন. উচ্চ বিদ্যালয় ময়দানে পালিত হলো এক বিরাট কর্মসূচী।

 ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস আজ থেকে পাঁচ বছর আগে সাগরদিঘীর বুকে প্রথম জন্মদিন উপলক্ষে আয়োজন করেন রক্তদান শিবির, তারপর থেকে প্রতিবছরই চলতে থাকে এই রেওয়াজ। এবছরও তার ৩১তম জন্মদিনকে কেন্দ্র করেই মূলত এই কর্মসূচী।

 আজকের কর্মসূচির প্রধান বিষয় ছিল রক্তদান শিবির, পাশাপাশি ছিল চক্ষু পরীক্ষা, বস্ত্র বিতরণ এবং গুণীজন ও সমাজসেবী সম্বর্ধনা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয়,ছিলেন সাগরদিঘী এস.এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক মহাশয়, প্রতিবাদী নারী সপ্না ভাদুড়ী সহ অন্যান্য অনেকেই। 

সুদূর কলকাতা থেকে এসে পৌঁছেছিলেন পায়েল সরকার অর্গানাইজেশনের বোর্ড ইনচার্জ এবং একটাকার পাঠশালা ও সোনারতরী চ্যারিটেবিল ট্রাস্টের প্রতিষ্ঠতা শ্রীকান্ত বধুক মহাশয়।
মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশনের কর্মাধ্যক্ষ অর্ধেন্দু বিশ্বাস মহাশয়ের হাত দিয়ে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন হয়। এরপরই চলতে থাকে রক্তদান,বস্ত্র বিতরণ ও চক্ষু পরীক্ষা। রক্তদান শিবিরে দেখা যায় উপচে পড়া ভিড়, সঞ্জীব দাস তার পরিবারের সদস্যদের নিয়ে রক্তদান করেন,১০৫ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন শিবিরে, যার মধ্যে ছিলেন রাখি খাতুন, রিজিয়া বিবি সহ ১০জন মহিলা রক্তদাতাও। সুদূর শিলিগুড়ি আকাশবাণীতে কর্মরত মির্জা জাজবির সাগরদিঘী এসে রক্তদান করেন শিবিরে। প্রতিটি রক্তদাতাকে ট্রাস্টের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয় চারাগাছ। বস্ত্রদান শিবিরেও প্রায় ১০০ জন দুস্থ মহিলাদের মধ্যে তুলে দেওয়া হয় কাপড়। 

এছাড়াও কর্মসূচিতে সন্মাননা জানানো হয় বিশিষ্ট গুণীজন ও বিভিন্ন সমাজসেবী সংগঠন গুলিকেও। বিশেষ ভাবে সন্মান জানানো হয় সাগরদিঘীর খেলোয়াড় ক্যারাটে স্টেট চ্যাম্পিয়নে গোল্ড মেডেল প্রাপ্ত আমান মল্লিক ও পোপাড়ার রুকসার ইসলাম যিনি জাতীয় স্তরের খেলায় স্থান অধিকার করেছিলেন। একগুচ্ছ কর্মসূচির মধ্যে দিয়ে সম্পন্ন হয় আজকের এই বিরাট অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের অন্যতম সদস্য মির্জা জাজবুল।

অনুষ্ঠান সভাপতি তামিজুদ্দিন মল্লিক ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এরকম একটি সমাজসেবামূলক কর্মসূচী আয়োজন করার জন্য পুরো সংগঠনকে শুভেচ্ছা জানান।
গ্রামীণ কবি সেখ সালাউদ্দীন মহাশয় সম্পাদক সঞ্জীব দাসকে নিজেস্ব লেখা কবিতা পাঠ করে উপহার দেন।

 ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন প্রায় পাঁচ বছর থেকে তিনি তার জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করে থাকেন নিজের সতীর্থদের নিয়ে, আর নিজেও রক্তদান করেন এইদিন।এবছরও ব্যাতিক্রম না ঘটিয়ে আজকে সেটি সম্পন্ন হলো। তিনি সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয়, সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ সরকার মহাশয় ও সাগরদিঘী ব্লক উন্নয়ন অধিকারিক সঞ্জয় সিকদার মহাশয়কে বিশেষ ভাবে ধন্যবাদ জানান এই কর্মসূচিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, এছাড়াও তিনি ট্রাস্টের সকল সদস্য ও সেইসকল রক্তদাতাদের ধন্যবাদ জানান যারা অধীর আগ্রহ নিয়ে এই দিনটাই রক্তদান করার জন্য অপেক্ষা করে থাকে।
PIC. SANTANU DOLUI 
MOBILE NO --7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন