TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘অস্তাচলে অনুব্রত?’’... ৮ জুন ২০২৫, রবিবার, রাত ১০ টায়



বোলপুরের আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় গালিগালাজ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের। তবুও গ্রেফতার হননি অনুব্রত। দু’বার শারীরিক অসুস্থতার বাহানায় পুলিশের কাছে হাজিরা এড়িয়েছিলেন। ক্ষমাও চেয়েছেন দলের নির্দেশে। শেষমেশ স্বশরীরে দেখাও  করে এসেছেন শান্তিনিকেতনের এসডিপিও-র দফতরে। বোলপুরের আইসি-কে গালিগালাজ কিছুটা অস্বস্তিতেই ফেলেছে বীরভূমের বাঘকে। একসময় পুলিশকে বোমা মারতে দাওয়াই দিয়েছিলেন। তাঁকে বারবার দেখা গেছে পুলিশকে হুমকি দিতে। নকুলদানা থেকে গুড়বাতাসার ভয়ে কেঁপেছে গোটা বীরভূম। তখন তিনি ছিলেন দলের কাছের মানুষ। বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনার কথা ছিল! কিন্তু ফেরার পর কি বাঘকে ভুলে গেল বীরভূম? বীরভূমের বীর সন্তানকে কি একটু দূরেই সরিয়ে দিল রাজ্যের শাসক দল? বীরভূমে সভাপতির পদ আগেই লোপ করা হয়েছিল। ফলে কোর কমিটিকেই গুরুত্ব দিয়েছে দল। 

লোকসভা আর পঞ্চায়েতের দলের পর অনুব্রতর বিরোধী গোষ্ঠীকেই কি গুরুত্ব দিচ্ছে দল? বিধানসভা ভোটের আগেই কি কেষ্টর  হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেবে তৃণমূল? কোর কমিটি থেকেও বাদ পড়বেন তিনি? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই, বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘অস্তাচলে অনুব্রত?’’... ৮ জুন ২০২৫, রবিবার, রাত ১০ টায়।
PIC. SANTANU DOLUI 
PHONE NO--7499910422

Comments

Popular posts from this blog

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন

পুষ্পেন্দু সেন স্মারক রক্তদান শিবির

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry