ভারত সেবাশ্রম সঙ্ঘে গুরু পুর্নিমা মহোৎসব
গুরুদেবকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে ভারত সেবাশ্রম সঙ্ঘে অনুষ্ঠীত হল শ্রী গুরু পুর্নিমা মহোৎসব।
সঙ্ঘের দেশ বিদেশের বিভিন্ন শাখায় এই অনুষ্ঠানের মাধ্যমে গুরুদেবকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার ভক্ত ও শিষ্যের সমাগম ঘটে।
কলকাতার বালিগঞ্জ ছাড়াও ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীন সেবাকেন্দ্র দক্ষিন ২৪ পরগনার মন্মথপুর প্রণব মন্দিরে অনুষ্ঠীত হয় গুরু পুর্নীমা মহোৎসব।
আশপাশের বিভিন্ন গ্রাম থেকে এলাকার মানুষ ও ছাত্রছাত্রীরা তাদের গুরুদেব ও ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ মহারাজের প্রতি শ্রদ্ধা জানান পুজা ও আরোতীর মাধ্যমে।
প্রনব মন্দিরে এদিন দশজন সন্ন্যাসী প্রায় দুই হাজার ভক্ত শিষ্যকে সাধন দীক্ষা দান করেন।
পরে ভক্ত শিষ্যরা প্রত্যেকে তাঁদের দীক্ষা গুরুকে এবং মূল শক্তির দৈবভাবের প্রকাশ কে সমবেত ভাবে পূজারতির মাধ্যমে গুরু পূর্ণিমা পালন করেন।
PIC SANTANU DOLUI
MOBILE NO --7499910422
Comments
Post a Comment