মুক্তি পেয়েছে 'উড়ান', জেনেনিন কে এই মনীষা
সদ্য মুক্তি পেয়েছে ' উড়ান '। যারা শুনেছেন ও ভিডিও দেখেছেন প্রশংসা করেছেন।
আমাদের টিম খোঁজ করে
কে মনীষা? তাঁর জার্নি শুরু কিভাবে?
নবাগত গায়িকা মনীষা মজুমদার কলকাতার বেহালার বাসিন্দা। সদ্য মুক্তি পেয়েছে তাঁর প্রথম অরিজিনাল গান উড়ান। এর আগে বহু কভার গেয়েছেন গায়িকা। ছোট থেকে ঠাকুরদার কাছে হারমোনিয়াম- এ হাতে খড়ি। গানের তালিম বেশির ভাগটাই ঘরোয়া পদ্ধতিতে। স্কুল-কলেজে সকলের আবদারে গান গাওয়া। প্রশংসা করেছে সবাই কিন্তু মনীষার জীবনের মোড় ঘুরল ২০২২ সালে।
প্রফেসানাল গাইডেন্স পেল। শিখল গানের অভিনব কায়দা। মনীষার কণ্ঠে জাদু আছে শনাক্ত করলেন বিখ্যাত এক ব্যক্তিত্ব। পাশে দাঁড়ালেন
মায়ানগরি মুম্বাইয়ের স্বনাম ধন্য সংগীতকার কল্যাণ বড়ুয়া। বলিউডের একাধিক সুপারহিট গানের প্রডিউসার পাশে দাঁড়ালেন গায়িকার। সঙ্গ দিলেন আরেক সংগীতকার জয় বড়ুয়া। বাংলার ভাষায় কাজ করতে চেয়েছিলেন জয়। মনীষার কণ্ঠে বাংলা গান সতেজ বলে জানান জয়। কল্যাণ বড়ুয়ার মিউজিক প্রোডাকশন ও জয় বড়ুয়ার কম্পোজিশনে তৈরি হল মনীষার প্রথম অরিজিনাল গান। ' উড়ান ' এর লিরিক্স লিখেছেন অভিমান পাল। জানিয়েছেন গানটি বাংলা ভাষায় হওয়ায় 'উড়ান' র সঙ্গে নাড়ির টান উপলব্ধি করেছেন গায়িকা।
উল্লেখ্য, গায়িকাকে নিয়ে আশাবাদী কল্যাণ ও জয়। অন্যদিকে, শুভ কামনা ও ভালবাসায় ভরে উঠেছে মনীষার সোশ্যাল মিডিয়া ফীড।
PIC SANTANU DOLUI
MOBILE NO ---7499910422
Comments
Post a Comment