*প্রিমিয়ার ফিল্মস্ নিবেদিত* *অশোক গুপ্তা প্রযোজিত**রেশন কার্ড* এর পোস্টার লঞ্চ




অতীতে কোন এক সময় সংবাদ পত্রে প্রকাশিত "সোনা নয়, বন্ধক নেওয়া হয় রেশন কার্ডও" নামাঙ্কিত এক খবরকে আধার করে নির্মিত হয়েছে বাংলা কাহিনীচিত্র 'রেশন কার্ড'।


কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল *"রেশন কার্ড" ছবির পোস্টার লঞ্চ।

২০০৮এর কাল্পনিক গল্প অবলম্বনে তৈরি এই ছবির
গল্পের কেন্দ্রবিন্দুতে আমাদের রাজ্যে কোন এক জায়গায় খেটে খাওয়া পরিবার যাদের তেল আনতে পান্তা ফুরায় সেরকম কিছু পরিবারের দৈনন্দিন জীবনের কাহিনী। 
উদাহরণ স্বরূপ কোন পরিবারের মেয়ের বিয়ের জন্য বা অন্য কোন দরকারী কাজের জন্য রেশনকার্ড বন্ধক রাখে কিছু টাকার বিনিময়ে। সেই গ্রামের মাতব্বর বা ক্ষমতাশালী লোকের কাছে এই শর্তে যতদিন টাকা শোধ করতে পারছে ততদিন রেশনকার্ড পাবে না, এবং রেশন কার্ডের বিনিময়ে রেশনকার্ডের কোন মালপত্র পাবে না। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদিনী এগিয়ে আসে প্রতিকারের জন্য কারণ সেও এই রেশন কার্ড বন্ধকের চক্করে পড়ে গিয়েছিল।

কথায় আছে- দুষ্টের দমন, সৃষ্টের পালন। ঐ প্রতিবাদী মহিলা গল্পের শেষে নিজের হাতেই গ্রামে শান্তি ফেরানোর অস্ত্র তুলে নেয়। বাকিটা দেখার জন্য শহরের  অথবা গ্রামের  প্রেক্ষাগৃহে  দেখতে হবে।

প্রিমিয়ার ফিল্মস্ প্রোডাক্সন্স নিবেদিত ,অশোক গুপ্তা প্রযোজিত,২০০৮-এর কাল্পনিক গল্প রেশন কার্ড
কাহিনী চিত্রনাট্য ও অতিরিক্ত সংলাপ জয়ন্ত উপাধ্যায় পরিচালনা।
চিত্রনাট্য দেবজয় ব্যানার্জী
সংগীত পরিচালনায় রয়েছেন বাবুল বোস ও কুন্দন সাহা।
গীতিকার দেব প্রসাদ চক্রবর্তী ও স্মরণজিৎ ব্যানার্জ্জী
কন্ঠশিল্পী বাবুল সুপ্রিয় অন্বেষা দত্ত গুপ্ত,জোজো ও শ্রেষ্ঠা দাশগুপ্ত।
চিত্রগ্রহণে পার্থ রক্ষিত ও উজ্জ্বল মুখার্জী।
এই ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখার্জী ,ভাস্কর ব্যানার্জী ,অনামিকা সাহা পিয়া দাস মেঘনা হালদার ছন্দা চ্যাটার্জী, নিমাই ব্যানার্জী মুম্বাই খ্যাত আলি খান ও নবাগতা সমৃদ্ধা চক্রবর্ত্তী সহ অন্যান্যরা।
ছবিটি কলকাতা ও বিভিন্ন অঞ্চলে মুক্তি পাবে খুব শীঘ্রই জানিয়েছেন পরিচালক জয়ন্ত উপাধ্যায়।
PIC SANTANU DOLUI 
MOBILE NO ---7499910422

Comments

Popular posts from this blog

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন

পুষ্পেন্দু সেন স্মারক রক্তদান শিবির

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry