অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে মেডিকেল পরিষেবা ভারত সেবাশ্রম সংঘের
প্রতিবছরের মত এবারেও অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে মেডিকেল পরিষেবা চালু করল ভারত সেবাশ্রম সংঘ।
এছাড়া পাহাড়ে ওঠার আগে তাদের অক্সিজেন লেভেল পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে ওই ক্যাম্পে। ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্যমিত্রানন্দ মহারাজের নেতৃত্বে এই ক্যাম্প চলছে।
এছাড়াও সঙ্ঘের জম্মু কার্যালয়ে তীর্থযাত্রীদের জন্যে ভান্ডরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা রয়েছে।
ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, অমরনাথের এই মেডিকেল ক্যাম্প বহু বছর ধরে তারা করে আসছেন।
এবারেও কলকাতা সহ সংঘের বিভিন্ন শাখা কেন্দ্রগুলি থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা অমরনাথে মেডিকেল পরিষেবা দিচ্ছেন।
PIC. SANTANU DOLUI
MOBILE NO ---7499910422
Comments
Post a Comment