*মহম্মদ রফি র ৪৬ তম মৃত্যু বার্ষিকী স্মরন ড্যাফোডিলের
*
মহম্মদ রফি র ৪৬ তম মৃত্যু বার্ষিকীতে ড্যাফোডিলস আয়োজিত এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী রিন্টু আহামেদ, গৌতম সেন,ঝুমকি সেন অর্পিতা ভৌমিক এবং সোমেশ চৌধুরী
। মাউথ অর্গানে সুরে সুরে স্মরন করেনা বিনায়ক সেন।
অনুস্ঠানের আয়োজক রুদ্র সেন , মিউজিক লাভার্স এসোসিয়েশনের শুভংকর রায় চৌধুরী, আশুতোষ সাহা,সুব্রত সিনহা ও পজেটিভ বার্তার নির্জন নন্দী সহ সকলেই অমর শিল্পী রফির প্রতিকৃতিতে মাল্য দান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এই উপলক্ষে এদিন কলকাতার সুপার পাব রেস্তোরাঁয় পজিটিভ বার্তার উদ্যোগে উপস্তিত সকল সঙ্গীত ও সঙ্গত শিল্পীদের চারা গাছ প্রদান করা হয় মহম্মদ রফিকে উৎসর্গ করে।
PIC SANTANU DOLUI
MOBILE NO ---7499910422
Comments
Post a Comment