বেসরকারিকরণ রুখতে সারাদেশে আইডিবিআই কর্মীদের ধর্মঘট

আইডিবিআই ব্যাংকের বেসরকারিকরণ তথা বিদেশি সংস্থা হাতে বিক্রি রুখতে সারাদেশে একদিনের ধর্ম ঘটে সামিল হয়েছেন ব্যাংকের অফিসার ও কর্মচারীরা। ইউনাইটেড ফোরাম অফ আইডিবিআই অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ (UFIOE)-এর আহ্বানে সোমবার, ১১ ই আগস্ট ২০২৫ এ এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের দাবি, সরকারের ন্যূনতম ৫১ শতাংশ মালিকানা বজায় রাখা, নতুন কর্মী নিয়োগ এবং অফিসারদের বদলি নীতি চালু করা জরুরি। নেতারা সতর্ক করেছেন, বেসরকারিকরণের ফলে কৃষি ঋণ, মুদ্রা ঋণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা ও শিক্ষাঋণ পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। সংগঠনের তরফে আরও দাবি করা হয়েছে যেমন সরকার ও এলআইসি মিলে ন্যূনতম ৫১% মালিকানা ধরে রাখা এবং ৫,০০০ কেরানি ও ২,০০০ নিম্নপদস্থ কর্মী নিয়োগ।
আইডিবিআই ব্যাংক গত পাঁচ বছরে ধারাবাহিকভাবে লাভ করছে এবং ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা দাঁড়িয়েছে ৭,৫১৫ কোটি টাকা। আন্দোলনে ব্যাংকিং, বিমা ও রেল এর বিভিন্ন সংগঠন এই ধর্মঘটে সহমত প্রকাশ করেছে।

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন