কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘে জন্মাষ্টমী উদযাপন
শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘে।
এ উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা, গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মসূচি। ভোর থেকেই ভক্তরা বিশেষ পূজা ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমান।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “শ্রীকৃষ্ণ হলেন আদর্শ ও বীরত্বের প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে প্রতি বছরই মহা ধুমধামের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন করা হয়।
শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশাবলি নিয়ে রচিত গীতার বানী সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এদিন গীতাপাঠের মধ্যে দিয়ে জন্মাষ্টমী অনুষ্ঠানের সুচনা হয়।
ছাত্রদের সঙ্গে গীতাপাঠে অংশ নেন স্বামী ত্যাগাত্মানন্দ,স্বামী দিব্যজ্ঞানানন্দ,স্বামী সংঘাত্মানন্দ মহারাজ প্রমুখ।
PIC SANTANU DOLUI
MOBILE NO --7499910422
Comments
Post a Comment