গুপ্তা জুয়েলার্স এর আবারও ব্র্যান্ড এম্বাসেডর হলেন অভিনেত্রী দর্শনা।
গয়নার জগতে আস্থা ও ভরসার প্রতীক গুপ্তা জুয়েলার্স বহু বছর ধরে গ্রাহকদের মন জয় করে আসছে। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সেতুবন্ধন ঘটিয়ে তারা প্রতিনিয়ত উপহার দিয়ে চলেছে নতুন নতুন ডিজাইন। হাওড়া ময়দানের নিকটস্থ তাদের শাখা গয়না প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র, যেখানে রয়েছে নানান মনকাড়া সংগ্রহের পাশাপাশি আকর্ষণীয় ছাড়ের সুযোগ।
বুধবার গণেশ চতুর্থীর শুভলগ্নে এই শাখায় হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক, যিনি আবারও গুপ্তা জুয়েলার্সের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হলেন। তিনি নিজেই নানা ঝলমলে গয়না পরে সবার নজর কাড়েন এবং জানান দ্বিতীয়বারের মতো এই প্রতিষ্ঠানের মুখপাত্র হতে পেরে তিনি ভীষণ আনন্দিত।
দর্শনার মতে, গুপ্তা জুয়েলার্স শুধুমাত্র গয়নার ব্যবসা নয়, বরং মানুষের বিশ্বাস ও আবেগের অংশ হয়ে উঠেছে। এদিন তিনি বিশেষভাবে উল্লেখ করেন সোহম চক্রবর্তীর এন্টি ডোট এন্টারটেইনমেন্টের নাম, যারা ব্র্যান্ডিং ও প্রমোশনের মাধ্যমে গুপ্তা জুয়েলার্সকে আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ফলে এই প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা আরও দৃঢ় হচ্ছে এবং গয়নার বাজারে তারা নিজেদের স্বতন্ত্র জায়গা ধরে রেখেছে।
PIC SANTANU DOLUI
MOBILE NO --7499910422
Comments
Post a Comment