**মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পার্শ্ব শিক্ষকরা**



১১ ই আগস্ট সোমবার কলকাতা প্রেস ক্লাবে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অরগানাইজেশন এর আয়োজনে একটি সাংবাদিক সম্মেলন সম্পন্ন হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় সকল জেলা থেকে আগত বহু পার্শ্ব শিক্ষক নেতৃত্ব । PTWO এর পক্ষ থেকে সভাপতি আব্দুল হালিম সহ মিরকাসেম খান, পাঞ্চালি জানা,চন্দ্রচূড় গাঙ্গুলি প্রমুখ পার্শ্ব শিক্ষক নেতৃত্বগণ রাজ্যের পার্শ্ব শিক্ষকদের নিদারুণ দুঃখ কষ্ট ও দীর্ঘ দুরবস্থার কথা তুলে ধরেন ও এই পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকদের জন্য সরকারকে দ্রুত সরকারি নির্দেশিকা জারি করার কাতর আবেদন জানান।
সংগঠনের মুখ্য উপদেষ্টা ডাক্তার আব্দুস সালাম শেখ এর বক্তব্য থেকে জানা যায়, মুখ্যমন্ত্রী নিজে PTWO এর আবেদন অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের জন্য সদর্থক পদক্ষেপ নিলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সাময়িক বিলম্ব হওয়ায় রাজ্যের পার্শ্ব শিক্ষকরা হতাশায় নিমজ্জিত। তাদের মধ্যে অনেকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। আগামী দিনে ও যদি সরকারি নির্দেশিকা প্রকাশ হতে বেশি দিন দেরি হয় ,তাহলে আরও বহু পার্শ্ব শিক্ষক অনশন ও আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তিনি এই শোচনীয় পরিস্থিতি রাজ্যের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবগত করার সাথে সাথে স্কুল শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার স্বার্থে অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের জন্য G O প্রকাশের আবেদন জানান। ১১ ই আগস্টের এই সম্মেলন শুধু একটি দাবি জানানোর সভা ছিল না—এটি ছিল দুই দশকেরও বেশি সময় ধরে চলা অবহেলা ও অবমাননার বিরুদ্ধে একদিকে আবেদন ও অন্যদিকে প্রতিবাদের মঞ্চ। ২০১৮ সালে কিছু বেতন বাড়লে ও তা পার্শ্ব শিক্ষকদের সুষ্ঠ জীবনযাপনের জন্য পর্যাপ্ত নয়। বর্তমানে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকলেও যদি প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে—এই সতর্কবার্তাই উঠে এসেছে PTWO-র বক্তব্যে। এদিন সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি ও দেওয়া হয় ।
এখন দেখার বিষয়, রাজ্য সরকার কত দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং রাজ্যের লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যতের স্বার্থে পার্শ্ব শিক্ষকদের ন্যায্য দাবি কত দ্রুত পূরণ হয়।

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন