*টলিউডের নতুন তারকা মুখ অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী। "সেলাই" ছবিতে তার অভিনয়ে মুগ্ধ দর্শকমহল।*
টলিউডের নতুন তারকা মুখ অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী। বড়োপর্দায় মুক্তি পেয়েছে তার নতুন ছবি "সেলাই"। মুক্তির পরে দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছে এই ছবি। ছবিতে রাজশ্রী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী। ছবির শ্যুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলের দারুন লোকেশানে শ্যুটিং হয়েছে এই ছবির। ছবির পরিচালনা করেছেন স্বরুপ পাল।
অনেক গুলো সম্পর্কের গল্প নিয়ে এই ছবি "সেলাই"। যেখানে গল্পের শুরু হয় রাজশ্রীর গল্প দিয়ে। ইতিমধ্যে গল্পের রাজশ্রী চরিত্রটি দর্শকদের দারুন পছন্দ হয়েছে। বলাইবাহুল্য রাজশ্রী চরিত্রে অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী দারুন অভিনয় করেছেন। তার অভিনয় প্রশংসনীয় ও দর্শকদের মনে থাকার মতো। এই ছবিতে তার সাথে অভিনয় করেছেন রজতাভ দত্ত, দেবাশীষ সেন শর্মার মতো অভিনেতারা।
ভবিষ্যতে আরো বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করার প্ল্যান চলছে অভিনেত্রী এঞ্জেলা গোস্বামীর। আগামীতে আরো ভালো প্রজেক্টে অভিনয় করবেন অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী।
PIC SANTANU DOLUI
MOBILE NO --7499910422
Comments
Post a Comment